ভালোবাসার সময় তো নেই--রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ্

ভালোবাসার সময় তো নেই

রুদ্র মোহাম্মদ শহিদুল্লাহ্


ভালবাসার সময় তো নেই
ব্যস্ত ভীষন কাজে,
হাত রেখো না বুকের গাড় ভাজে।
ঘামের জলে ভিজে সাবাড়
করাল রৌদ্দুরে,
কাছএ পাই না, হৃদয়- রোদ দূরে।
কাজের মাঝে দিন কেটে যায়
কাজের কোলাহল
তৃষ্নাকে ছোয় ঘড়ায় তোলা জল।
নদী আমার বয় না পাশে
স্রোতের দেখা নেই,
আটকে রাখে গেরস্থালির লেই।
তোমার দিকে ফিরবো কখন
বন্দী আমার চোখ

পাহারা দেয় খল সামাজিক নখ।
Next Post Previous Post
2 Comments
  • Ripon Baidya
    Ripon Baidya ৩ জুন, ২০১৮ এ ৫:৪১ PM

    nice post keep it on

    • Ripon Baidya
      Ripon Baidya ৩ জুন, ২০১৮ এ ৫:৪২ PM

      aro amon sundor post chai....

Add Comment
comment url