কিভাবে এসএসসি রেজাল্ট দেখবেন-How to see the SSC result
পিএসসি,এসএসসি,এইচএসসি ইত্যাদি রেজাল্ট প্রকাশের সময় রেজাল্ট দেখতে আমাদের খুবই অসুবিধা হয়।কারণ আমরা নিজেরা রেজাল্ট না দেখে অন্য কারো সাহায্য নেই রেজাল্ট দেখতে।এবং এর জন্য আমাদের তাদের কাছে ধর্না দিতে হয়।কারণ তারা আরো অনেকের রেজাল্ট দেখে থাকে তার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি দেখতে অনেক দেরি করে থাকি।এখন থেকে আমরা নিজেরাই নিজেদের ফলাফল বা পরিচিত কারো ফলাফল বের করে দিতে পারব।
এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে-
প্রথমে এই লিংকে যান- SSC Result
এরকম একটা ফর্ম আসবে-
এসএসসি পরীক্ষার ফলাফল দেখবেন যেভাবে-
প্রথমে এই লিংকে যান- SSC Result
এরকম একটা ফর্ম আসবে-
Examination-এর ঘরে আপনি কোন পরিক্ষার রেজাল্ট দেখতে চান তা সিলেক্ট করে দিন।
Year-এর ঘরে কোন বছরের পরীক্ষার ফলাফল দেখতে চান সেটি দিন।
Bord-এর ঘরে আপনি কোন বোর্ড হতে পরীক্ষা দিয়েছেন সেটি দিন।
Roll- রোল এর ঘরে আপনার রোল নম্বর টি দিন।
Reg No-এই ঘরটিতে আপনার রেজিস্ট্রেশন নম্বরটি দিন।
8+3 এখানে এক এক সময় এক এক ধরনের সংখ্যা দেখা যাবে।এটিকে মূলত বলা হয় ক্যাপচা।এখানে যোগ বিয়োগ যেটি থাকে তার সমাধান করে ঘরটিতে বসিয়ে দিন।
এরপরে আপনার সকল তথ্য ঠিকঠাক থাকলে সাবমিট(Submit) বাটনে ক্লিক করুন।তাহলে আপনার কাঙ্খিত ফলাফল টি চলে আসবে।
আপনার কোন তথ্য ভুল থাকলে আপনি রিসেট(reset) বাটনে ক্লিক করে আবার পুনরায় তথ্য দিতে পারেন।
N:B:ফলাফল প্রকাশের পরবর্তী সময়ে অনেকে একসাথে ট্রাই করার জন্য সাইট অনেক সময় স্লো কাজ করে।কেউ এ ঘটনার জন্য ঘাবরাবেন না।ট্রাই করবেন তাহলেই কাজ হবে।
এছাড়াও জেএসসি,পিএসসি,এইচএসসি পরীক্ষা সহ ন্যাশনাল ইউনিভার্সিটির সকল রেজাল্ট পেতে আমাদের সাইটে চোখ রাখুন।