সুন্দর একটি ফেসবুক পেজ গ্যাজেট নিয়ে নিন আপনার ব্লগের জন্য -How To add a beautiful Facebook page gadget in my blog

আমরা সবাই জানে ফেসবুক পেইজ কি।ফেসবুক ফেসবুক চালান একটা জিনিস যার মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট এবং বিভিন্ন কিছু প্রমোট করতে পারি। ব্লগিংয়ের ক্ষেত্রে ফেসবুক পেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্লগিংয়ের ক্ষেত্রে ভিজিটরই হচ্ছে ব্লগের প্রাণ। আর ফেসবুক পেজের মাধ্যমে অনেক পরিমান ভিজিটর পাওয়া সম্ভব হয় ব্লগে।প্রত্যেকেরই ব্লগের জন্য ফেসবুক পেজ রয়েছে।
আমি আজ দেখাব কিভাবে আপনারা আপনাদের ব্লগের সুন্দর একটি ফেসবুক পেইজ গ্যাজেট যুক্ত করবেন।
create a awesome Facebook page gadget 
প্রথমে দেখে নেই ফেসবুক পেজ গ্যাজেটটি দেখতে কি রকম হবে -
Facebook page timeline gadget 

লাইভ ডেমো আমাদের সাইটেই রয়েছে!
তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে যুক্ত করবেন এই ফেসবুক পেজ টাইমলাইন গ্যাজেটটি আপনার ব্লগে -
প্রথমে আপনার পেজ এর লিংকটি কপি করে রাখুন।কারণ আপনার পেজের লিঙ্ক টি প্রয়োজন পড়বে। গেজেটের স্ক্রিপ্ট তৈরি করতে।
⏩গ্যাজেটটির স্ক্রিপ্ট টি তৈরি করতে এই লিঙ্কে যান👆
⏩লিংকটিতে প্রবেশ করলে পরে আপনার সামনে একটি পেজ আসবে,
 মার্ক করা বক্সের যে সকল কিছু লেখা আছে সব গুলো কেটে দিন। এবং আপনার পেজের লিঙ্ক টি এখানে পেস্ট করে দিন।
⏩লিংকটি পেস্ট করা হয়ে গেলে স্ক্রল করে একটু নিচের দিকে যান-
দেখবেন গেট কোড নামক একটি বাটন আছে। সেটিতে ক্লিক করলেই আপনার সামনে একটি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট কোড সম্বলিত পপ আপ আসবে।
⏩পপ আপ দেখতে ঠিক এ রকম হবে-

এবার বক্স থেকে কোডগুলো কপি করে রাখুন যেকোনো একটি করতে হবে পড়লেই হবে আপনি ২য় বক্স এর কোড কপি করুন।
কোডগুলো কপি করা হয়ে গেলে এই সাইটের কাজ আপনার শেষ। আপনি আপনার ব্লগার ড্যাশবোর্ডে চলে যান।
⏩আপনার ব্লগের কন্ট্রোল প্যানেল থেকে লেআউট অপশনটি সিলেক্ট করুন ⏩যে স্থানে আপনি ফেসবুক পেজ টাইমলাইন গেজেট টি যুক্ত  করবেন সেখানে গেজেট নামক একটি অপশন আছে। সেটি সিলেক্ট করুন⏩একটি এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট গ্যাজেট নিন।এবং গ্যাসের টিভি বক্সে আপনার কপি করা স্ক্রিপ্ট বা কোড গুলো পেস্ট করে দিন। এস করা হয়ে গেলে এবার সেভ বাটনে ক্লিক করুন।
আপনার ব্লগে একটি ফেসবুক পেজ টাইম অ্যান্ড গ্যাজেট যুক্ত হয়ে গিয়েছে। আপনার ব্লগে গিয়ে দেখুন একটি ঠিকঠাক কাজ করছে কিনা।
🔴ফেসবুক সেই স্টাইল অ্যান্ড গেজেট যুক্ত করার ফলে আপনার ব্লগের সৌন্দর্য যেমন বৃদ্ধি পেয়েছে। তেমনি আপনার ব্লগের সাথে সাথে আপনার ফেসবুক পেজের ও পরিচিতি বৃদ্ধি পাচ্ছে। ভিজিটর চাইলে এখান থেকে সরাসরি আপনার ফেসবুক পেজের পোস্টগুলো দেখতে পারবে। লাইক কমেন্ট করতে পারবে। এছাড়াও আপনার পেইজে লাইক প্রদান করতে পারবে।এর জন্য তাকে আলাদা করে আপনার ফেসবুক পেজে প্রবেশ করতে হবে না। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url