লেডি গাগা অথবা শ্রেয়া ঘোষাল ছাড়া কারো সাথে ডুয়েট গাইবেন না নোবেল

সম্প্রতি সারেগামাপায় তৃতীয় স্থান অধিকারী নোবেল জানান, তিনি কখনই ডুয়েট গান গাইতে রাজি না। যদি তার সহশিল্পী লেডি গাগা অথবা শ্রেয়া ঘোষাল না হন!
ছবিঃলেডি গাগা 
সম্প্রতি নোবেল গণমাধ্যমকে জানান,
তিনি কখনোই ডুয়েট গাইবেন না। যদি তার সহশিল্পী লেডি গাগা অথবা শ্রেয়া ঘোষাল না হয়।তিনি জানান বাংলাদেশ এবং ভারতের কোন শিল্পের সাথে তিনি ডুয়েট  গান গাইতে রাজি নয়।
ছবিঃশ্রেয়া ঘোষাল 

তবে তিনি সিনেমা একক গান গাইতে রাজি। তাকে প্রশ্ন করা হয় সারেগামাপা এর বিচারক মোনালি ঠাকুরের সঙ্গে তিনি ডুয়েট গান করতে ইচ্ছুক বা রাজি কিনা! তবে এ প্রশ্নের জবাবে তিনি সাফ জানিয়ে দেন তিনি কোনোভাবেই মোনালি ঠাকুরের সাথে ডুয়েট গান করায় রাজি নন।
ছবিঃনোবেল 
তিনি আরো জানান সারেগামাপা এর তৃতীয় স্থান অধিকার নিয়ে,তার ভক্তরা মেনে নিতে পারছে না তার এই তৃতীয় স্থান অধিকার করায়।

অপরদিকে সম্প্রতি তার বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে করা মন্তব্য, যে রবীন্দ্রনাথের সোনার বাংলার চেয়ে প্রিন্স মাহমুদের লেখা সোনার বাংলা বাংলাদেশকে বেশি উপস্থাপন করে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা-সমালোচনার রেশ না কাটতেই। তিনি এই  মন্তব্য প্রকাশ করেন।
তারে মন্তব্য সংগীত প্রেমিদের মাঝে কিরূপ প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়! 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url