পূর্ব ও পশ্চিম পাকিস্তান বিষয়ক গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর
পূর্ব ও পশ্চিম পাকিস্তান বিষয়ক গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর |
উত্তর : ১৯৫৬ সালে, যা ২৩ মার্চ থেকে কার্যকর করা হয়।
২.পাকিস্তানে পুনরায় সংবিধান প্রণীত হয় কত সালে?
উত্তর : পাকিস্তানে পুনরায় সংবিধান প্রণীত হয় ১৯৬২ সালে।
৩.পাকিস্তানের প্রথম সংবিধান অনুযায়ী দেশটির নাম কী ছিল?
উত্তর : পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র ।
৪. পাকিস্তানে প্রথমবারের মতাে সামরিক শাসন প্রবর্তিত হয় কখন থেকে?
উত্তর : ১৯৫৮ সালের ০৭ অক্টোবর।
৫.পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ও প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : যথাক্রমে মুহাম্মদ আলী জিন্নাহ ও লিয়াকত আলী খান।
৬.পাকিস্তানে আইনসভা কয় কক্ষ বিশিষ্ট ছিল?
উত্তর : এক কক্ষ বিশিষ্ট ।
৭.পাকিস্তানে কী ধরনের সরকার ব্যবস্থা চালু ছিল?
উত্তর : ১৯৩৫ সালের ভারত শাসন আইন অনুযায়ী প্রতিষ্ঠার পর পাকিস্তানে সংসদীয় সরকার চালু করা হয়।
৮. ১৯৫৬ সালের সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হতেন?।
উত্তর : জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচনী সংস্থার (Electoral college) মাধ্যমে পাঁচ বছরের জন্য এবং কেহ দশ বছরের
বেশি বা দুই বারের বেশি নির্বাচিত হতে পারতেন না।
৯.১৯৬২ সালের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কীভাবে নির্বাচিত হতেন?
উত্তর : এক লক্ষ বিশ হাজার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত একটি নির্বাচকমণ্ডলীর (Electoral college) দ্বারা পাঁচ বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হতেন।
১০.পাকিস্তানে মন্ত্রিসভা গঠিত হতাে কিভাবে?
উত্তর : জাতীয় পরিষদের সদস্যদের মধ্য থেকে প্রধানমন্ত্রী মনােনীত হতেন।
প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে প্রেসিডেন্ট অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী নিযুক্ত ও পদচ্যুত
করতেন।
উত্তর : পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক কার্যক্রমের মূল কেন্দ্র ছিল সচিবালয়।
১২. মন্ত্রণালয়ের স্থায়ী ও প্রশাসনিক প্রধানকে কী বলা হতাে?
উত্তর : মন্ত্রণালয়ের স্থায়ী ও প্রশাসনিক প্রধানকে বলা হতাে সচিব।
১৩. প্রদেশের শাসনভার কার উপর অর্পিত ছিল?
উত্তর : প্রাদেশিক গভর্নরের উপর।
১৪. পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন?
উত্তর : পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডরিক চালমার্স বাের্ন।
১৫. প্রাদেশিক মন্ত্রিসভা কিভাবে গঠিত হতাে?
উত্তর : গভর্নর প্রাদেশিক পরিষদের মধ্য থেকে পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থনপুষ্ট ব্যক্তিকে মুখ্যমন্ত্রী নিযুক্ত করতেন। মুখ্যমন্ত্রীর সাথে পরামর্শক্রমে
| গভর্নর অন্যান্য প্রাদেশিক মন্ত্রীদের নিযুক্ত অথবা পদচ্যুত করতেন ।
১৬. পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রি কে ছিলেন?
উত্তর : পূর্ব বাংলার প্রথম মুখ্যমন্ত্রি ছিলেন খাজা নাজিম উদ্দিন।
১৭. কার অধীনে পূর্ব বাংলায় প্রথম গভর্নরের শাসন জারি করা হয়?
উত্তর : ইসকান্দর আলী মির্জার অধীনে সর্বপ্রথম পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করা হয়।
১৮.প্রাদেশিক পরিষদের সদস্যগণ কত বছরের জন্য নির্বাচিত হতেন?
উত্তর : পাঁচ বছরের জন্য।
১৯. প্রাদেশিক পরিষদের উল্লেখযােগ্য কাজ কী কী ছিল?
উত্তর : প্রাদেশিক সরকারের আয়-ব্যয় মঞ্জুর ও কর ধার্য করা। এছাড়া প্রদেশের বার্ষিক বাজেট পরিষদে পেশ করা হয়।
২০, পাকিস্তান ইসলামি প্রজাতন্ত্র কী ধরনের ছিল?
উত্তর : যুক্তরাষ্ট্রীয় । কিন্তু এতে প্রদেশের উপর কেন্দ্রের অধিকতর আধিপত্য বজায় ছিল।
উত্তর : বিভাগ, জেলা, মহকুমা ও থানা।
২২. আমলাতন্ত্রের জনক কে?
উত্তর : ম্যাক্স ওয়েবার।
২৩. সামরিক শাসক আইয়ুব খান কবে পাকিস্তানের সকল ক্ষমতা কুক্ষিগত করেন?
উত্তর : ১৯৫৮ সালের ২৭ অক্টোবর।
২৪. কার শাসনামলে পাকিস্তানে আমলাতন্ত্রের উদ্ভব ঘটে?
উত্তর : আইয়ুব খানের শাসনামলে।
২৫. পাকিস্তানে সামরিক আমলাতন্ত্রের উদ্ভব ঘটে কিভাবে?
উত্তর : সামরিক শাসনামলে।
২৬. সামরিক শাসনামলে পাকিস্তানে প্রদেশগুলাের শাসনকর্তা কারা ছিলেন?
উত্তর : প্রদেশের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) হিসেবে দায়িত্ব প্রাপ্তরা পদাধিকার বলে প্রদেশের শাসনকর্তা নিযুক্ত হন।
২৭. আইয়ুব খান তার শাসনামলকে কী ধরনের সরকার বলতেন?
উত্তর : বিপ্লবী সরকার।
২৮. দ্বিতীয় বারের মতাে পাকিস্তানে সামরিক শাসন জারি হয় কখন?
উত্তর : ১৯৬৯ সালের ২৫ মার্চ আইয়ুব খান কর্তক সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের নিকট দেশের শাসনভার অর্পণ করে ক্ষমতা থেকে সরে যাওয়ার পর।
২৯. পাকিস্তান আমলে কোন পরীক্ষার মাধ্যমে বেসামরিক আমল নিয়ােগ করা হতাে?
উত্তর : সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস (সিএসএস) পরীক্ষার মাধ্যমে।
৩০. পাকিস্তানে বেসামরিক আমলাদের মধ্যে কারা প্রভাবশালী ছিলেন?
উত্তর : সিএসপি (সিভিল সার্ভেন্ট অব পাকিস্তান) কর্মকর্তাগণ।
উত্তর : লিয়াকত আলী খানের মৃত্যুর পর গােলাম মােহাম্মদ পাকিস্তানের গভর্নর জেনারেল নিযুক্ত হওয়ার পর থেকে।
৩২. পাকিস্তান আমলে কোন প্রদেশের জনসংখ্যা বেশি ছিল?
উত্তর : পূর্ব পাকিস্তান প্রদেশের ।
৩৩. পাকিস্তান আমলে কোন প্রদেশে জাতীয় সম্পদের ৭৫% বরাদ্দ ছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানে।
৩৪. পাকিস্তান আমলে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে কোন প্রদেশ এবং কখন থেকে বৈষম্যের শিকার হয়?
উত্তর : পাকিস্তান সৃষ্টির প্রথম থেকেই পূর্ব পাকিস্তান বৈষম্যের শিকার হয়।
৩৫. পূর্ব পাকিস্তানে মূলধন গড়ে উঠতে পারেনি কেন?
উত্তর : পূর্ব পাকিস্তানের প্রয়ােজনীয় অর্থ চেকের মাধ্যমে পশ্চিম পাকিস্তান থেকে আনতে হতাে। উদ্বৃত্ত অর্থ পশ্চিম পাকিস্তানে জমা থাকতাে। ফলে পূর্ব পাকিস্তানে মূলধন গড়ে উঠতে পারেনি।
৩৬. সংস্কৃতির কোন বিশেষ ক্ষেত্রে পশ্চিমা শাসকগােষ্ঠী বাঙালিদের উপর গুরুত্বপূর্ণ আঘাত হানে বা বৈষম্য সৃষ্টি করে?
উত্তর : ভাষাগত ক্ষেত্রে। পাকিস্তানের ৫৪% লােকের ভাষা বাংলা হলেও মাত্র ৭% লােকের ভাষা উর্দুকে রাষ্ট্রভাষা (একমাত্র) হিসেবে চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয়।
৩৭. পূর্ব পাকিস্তানিদের উপর বৈষম্যের প্রতিবাদে বাঙালিদের প্রথম কোন আন্দোলন সংঘটিত হয়?
উত্তর : ভাষা আন্দোলন।
৩৮.পাকিস্তানের দুই অংশের মধ্যকার ব্যাপক বৈষম্যের চরম পরিণতি ঘটে কীভাবে?
উত্তর : ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে বেরিয়ে এসে নতুন একটি স্বাধীন দেশ-বাংলাদেশের অভ্যুদয়ের মধ্য দিয়ে।
৩৯. অর্থনীতির কোন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পিছিয়েছিল?
উত্তর : অবকাঠামােগত, বিনিয়ােগ, মাথাপিছু আয়, শিল্পায়ন, যােগাযােগ প্রভৃতি ক্ষেত্রে।
৪০.সামাজিক কোন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পিছিয়েছিল?
উত্তর : ধর্মীয় দৃষ্টিভঙ্গিগত, জাতপাতের ভিন্নতা, সরকারি চাকরি, শিল্প-উদ্যোগে,সামাজিক অবকাঠামাে, ভােগ্যপণ্যের ব্যবহার, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে।
উত্তর : পােশাক-পরিচ্ছদ, জীবন-মান, সাধারণ জাতীয় চেতনা, ঐতিহাসিক ধারা প্রভৃতি ক্ষেত্রে।
৪২. পাকিস্তান আমলে দেশের শিল্প ও বৃহৎ ব্যবসাসমূহ কাদের নিয়ন্ত্রণে ছিল?
উত্তর : পশ্চিম পাকিস্তানের ২২টি পুঁজিপতি পরিবারের নিয়ন্ত্রণে ছিল।
৪৩, পূর্ব পাকিস্তানের সর্বশেষ গভর্নর কে ছিলেন?
উত্তর : ডা. আবদুল মােতালেব মালিক।
৪৪. স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে কারা গভর্নরের দায়িত্ব পালন করেন?
উত্তর : স্বাধীনতা যুদ্ধের সময় জেনারেল টিক্কা খান ও ডা. আবদুল মােতালেব মালিক পূর্ব পাকিস্তানের গভর্নরের দায়িত্ব পালন করেন।