বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী BankimChandra Chattopadhyay life story
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী |
পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট।খুলনায় ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেন।তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন। দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান,যোগ্য বিচারক হিসেবে তার খ্যাতি ছিল।
বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি।উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন (১৮৭২) পত্রিকা সম্পাদনা ও প্রকাশনার অন্যতম কৃত্তি।১৮৫২ খ্রিস্টাব্দের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তাঁর সাহিত্যচর্চা শুরু।বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা ৩৪ টি। তার রচিত প্রথম উপন্যাস "দুর্গেশনন্দিনী"।
তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপাল কুন্তলা,মৃণালিনী,বৃষবৃক্ষ,কৃষ্ণকান্তের উইল,চন্দ্রশেখর,আনন্দমঠ,দেবী চৌধুরানী, রাজসিংহ, সীতারাম।Rajmohons wife নামে একটি ইংরেজি উপন্যাস ও তিনি রচনা করেছেন।