ডোমেইন নেম কাকে বলে এর বিস্তারিত
আমরা হয়তোবা অনেকে আইপি এড্রেস সম্পর্কে জানি। কিন্তু এই আইপি অ্যাড্রেস মনে রাখা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই এই আইপি অ্যাড্রেস এর পরিবর্তে একটি নাম ব্যবহার করা হয় যেটিকে বলা হয় ডোমেন নেম।
একটি ডোমেইন নেম এর ডট এর পরে যেটুকু ব্যবহার করা হয় তাকে বলা হয় টিএলডি বা টপ লেভেল ডোমেইন। এই টি এল ডি দুই আবার দুই ধরনের। জেনেরিক ডোমেইন ও কান্ট্রি ডোমেইন।
ডোমেন প্রদানকারী সংস্থা inter NIC কর্তৃক বিভিন্ন কার্যকরণ বিচার করে সাত ধরনের ডোমেইন টাইপ প্রদান করা হতো। 2012 সালে ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী 27 রকমের ডোমেইন টাইপ ব্যবহার করা হয়। তবে বর্তমানে এই 27 ধরনের চাইতে বেশি ডোমেন টাইপ ব্যবহৃত হচ্ছে।
প্রচলিত কয়েকটি ডোমেইন সম্পর্কে ধারণা প্রদান করা হলো-
✅.com
এটি কমার্শিয়াল ডোমেইন। মূলত এটি ব্যবহৃত হয় বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান জন্য।
✅.edu
এডুকেশনাল ডোমেইন। এই ডোমেইনটি ব্যবহৃত হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য।
✅.gov
গভারমেন্ট ডোমেইন। এটি ব্যবহৃত হয় সরকারি প্রতিষ্ঠানের জন্য।
✅.int
ইন্টারন্যাশনাল ডোমেইন। এ সকল ডোমেইন ব্যবহৃত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
✅.mil
মিলিটারি ডোমেইন। এটি ব্যবহৃত হয় সামরিক বাহিনীর ক্ষেত্রে।
✅.net
নেটওয়ার্ক ডোমেইন। এটি ব্যবহৃত হয় নেটওয়ার্কের ক্ষেত্রে।
✅.org
অর্গানাইজেশন ডোমেইন। সংগঠন বা অলাভজনক প্রতিষ্ঠান ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
✅.biz
বিজনেস ডোমেইন। বাণিজ্যিক প্রতিষ্ঠান ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়।
ইনফরমেশন ডোমেইন। তথ্য সম্পর্কিত বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটি ব্যবহৃত হয়।
একাডেমিক ডোমেইন। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এসকল ডোমেইন ব্যবহৃত হয়।
বর্তমানে এই জেনেরিক ডোমেইনের সাথে কার্ড লেভেল ডোমেইন যুক্ত করা হয়। যাতে করে খুব সহজেই বোঝা যায় এটি কোন দেশের প্রতিষ্ঠান। এর কয়েকটি উদাহরণ দেখে নেওয়া যাক-
✅.bd-Bangladesh.
✅.us-United States.
✅.uk-United Kingdom.
✅.au-Australia.
✅.jp-Japan.
প্রতিটি ডোমেইন আলাদা আলাদা নামে হয়। একটি ডোমেন এর নামের সাথে অন্য কোন ডোমেইনের নাম মিলেনা। সামান্য হলেও পার্থক্য বিদ্যমান থাকে।