যে জন দিবসে মনের হরষে জ্বালায় মােমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি
ভাব সম্প্রসারণঃযে জন দিবসে মনের হরষে জ্বালায় মােমের বাতি আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি।
মূলভাব : অপব্যয় মানবজীবনে মারাত্মক পরিণতি ডেকে আনে।সুসময়ে নিজের খেয়াল খুশিমতাে ধন-সম্পদ ব্যয় করলে প্রয়ােজনের পরে তার অভাব দেখা দেয় ।
ভাব-সম্প্রসারণ : রাতের অন্ধকারকে দূর করার জন্য যখন আলাের দরকার হয়, তখন মােমবাতি দিয়ে তা নিশ্চিত করা হয় । কিন্ত সূর্য।দিনের বেলায় পৃথিবীকে আলােতে ভরিয়ে রাখে। তখন আমাদের আলাের ঘাটতি হয় না। অথচ এ সময় কেউ যদি আনন্দের আতিশয্যে।আলাে জ্বালায় তবে তা নিঃসন্দেহে অপব্যয় আর এরপ অপব্যয়ের ফল খুবই ভয়ঙ্কর। বর্তমানে আমাদের সমাজে এমন একশ্রেণীর লােক আছে যারা অবিবেচকের মতাে অপব্যয় করে থাকে ।
ভাব-সম্প্রসারণ : রাতের অন্ধকারকে দূর করার জন্য যখন আলাের দরকার হয়, তখন মােমবাতি দিয়ে তা নিশ্চিত করা হয় । কিন্ত সূর্য।দিনের বেলায় পৃথিবীকে আলােতে ভরিয়ে রাখে। তখন আমাদের আলাের ঘাটতি হয় না। অথচ এ সময় কেউ যদি আনন্দের আতিশয্যে।আলাে জ্বালায় তবে তা নিঃসন্দেহে অপব্যয় আর এরপ অপব্যয়ের ফল খুবই ভয়ঙ্কর। বর্তমানে আমাদের সমাজে এমন একশ্রেণীর লােক আছে যারা অবিবেচকের মতাে অপব্যয় করে থাকে ।