ব্লগ ও ব্লগার কি?এবং ব্লগিংয়ের সমস্ত খুঁটিনাটি প্রশ্নের সমাধান

ব্লগ কি?আমাদের অনেকে ব্লগ সম্পর্কে ধারনা আছে আবার অনেকের নেই।ব্লগ হলো এমন একটি যায়গা যেখানে আপনি আপনি জ্ঞান সবার জন্য উন্মুক্ত করতে পারবেন।আপনার লেখালেখির মাধ্যমে সে কাজটি করতে পারবেন।এবং তা সারা পৃথিবীর মানুষ সেটি পড়তে পারবে।এর পরে যে প্রশ্নটি আসে তা হলো ব্লগার কি?সহজ ভাষায় বলতে গেলে যারা ব্লগে লেখা লেখি করে তাদেরকেই বলা হয় ব্লগার।তাহলে সহজ ভাষায় ব্লগ ও ব্লগার কি এই প্রশ্নের উত্তর হলো যখন কেউ তার লেখালেখি সবার জন্য উন্মুক্ত করার উদ্যেশ্য নিয়ে কোথায়ও লেখালেখির কাজ করে তখন সেটিকে ব্লগিং বলা হয়।এবং যেখানে লেখা হয় সেটি হলো ব্লগ এবং যে এই লেখার কাজ করে সে হচ্ছে ব্লগার।
তবে এই ব্লগি নিয়ে আমাদের অনেকেরই অনেক ভ্রান্ত ধারনা রয়েছে।আমরা অনেকেই মনে করি ব্লগার বলতে ব্লগার রাজিব,অভিজিতের মুক্তমনা ব্লগ ইত্যাদি এদের মত ব্যাক্তি যারা ধর্ম এবং অনন্যা স্পর্শকাতর বিষয় নিয়ে লেখালিখি করে তাদের কে।কিন্তু এটি সম্পুর্ন ভূল ধারনা।একটি ব্লগ যে কোন বিষয়ের উপরই হতে পারে।যেমন:স্বাস্থ টিপস,ট্রাভেল,টেক,টিপস,এডুকেশনাল ইত্যাদি।অর্থাৎ আপনি যে কোন বিষয় নিয়েই কাজ করতে পারবেন।

এরপরে আসি ব্লগ এর প্রয়োজনীয়তা সম্পর্কে।আমাদের জ্ঞানকে বিকশিত করার লক্ষে ব্লগ হতে পারে একটি অন্যতম মাধ্যম।যখন আপনি একটি ব্লগ তৈরি করবেন তখন আপনার ভিতরে থাকা জ্ঞানের প্রয়োগ করবেন সেখানে।এরপরে যখন মনে করবেন কোন বিষয়ে আপনার জ্ঞানের ঘাটতি রয়েছে তখন সে সম্পর্কে আপনি জানার চেষ্টা করবেন এবং তা আপনার ব্লগের মাধ্যমে অন্যদেরকেও জানানোর চেষ্টা করবেন।এছাড়াও বর্তমানে ব্লগ শুধু জ্ঞান বিকাশেরই ক্ষেত্র নয়।এটি একটি আয়েরও অন্যতম মাধ্যমে পরিনত হয়েছে।আপনি শুনলে হয়ত অবাক হবেন এমন অনেক ব্যাক্তি আছেন যাদের মূল পেশাই হলো এই ব্লগিং।এবং এটি তাদের আয়ের প্রধান উৎসে পরিনত হয়েছে।
তাহলে এবার আপনার মনে নিশ্চই আরেকটি প্রশ্ন বাসা বেধেছে যে,ব্লগ থেকে টাকা ইনকাম এটি কিভাবে সম্ভব!হ্যা এটি অবশ্যই সম্ভব।এবং এই ব্লগ থেকে আয়ের উপায়ও রয়েছে একাধিক।তবে সবচেয়ে বড় উপায় হলো বিজ্ঞাপন প্রদর্শন করানোর মাধ্যমে [ব্লগে গুগল এডসেন্স থেকে আয় করার উপায়] এর ফলে আপনার ব্লগে যখন ভালো পরিমান ভিজিটর আসা শুরু করবে তখন আপনি খুব একটা ভালো পরিমান আয় করতে সক্ষম হবেন।এবং এই আয়ের পরিমান ক্রমশ বাড়তে শুরু করবে।এছাড়া আপনি অ্যাফিলিয়েট ও করতে পারেন ব্লগের মাধ্যমে [এ্যাফিলিয়েট কি এবং কিভাবে করতে হয়] এবং এটি একটি জনপ্রিয় উপায় আয়ের।

ব্লগার হওয়ার উপায় বলতে তেমন গুরুত্বপূর্ণ কোন বিষয় নেই।তবে এর জন্য আপনার ইচ্ছা,মনোবল আর ধৈর্য থাকলেই চলবে।ব্লগ লেখার নিয়ম কানুন হলো আপনাকে শুধু নিজের জ্ঞানকে শেয়ার করতে হবে।অন্যের কিছু কপি করা যাবে না।তবে আপনি অবশ্যই তথ্য সংগ্রহ করে।কপি করে না।
উপরোক্ত সকল বিষয়ে জানার পরে আপনার যদি একটি ব্লগ তৈরির চিন্তা থাকে তাহলে আপনার প্রথম প্রশ্ন হবে ব্লগ সাইট খোলার নিয়ম গুলো কি!মূলত ব্লগ খোলার জন্য আপনাকে বেশি কোন নিয়মকানুন মানতে বা জানতে হবে না।কারন একটি ব্লগ তৈরি করা খুবই সহজ।আপনি টাকা খরচ করে বা ফ্রিতেই একটি ব্লগ তৈরি করতে পারবেন।ফ্রি ব্লগ সাইট তৈরি করার জন্য আপনি বেছে নিতে পারেন গুগলের ব্লগার ডট কম কে কারন এটি সম্পূর্ন ফ্রি এবং গুগলের হওয়ায় বেশ কিছু সুবিধাও পাবেন।এছাড়া ফ্রি ব্লগ করে আয়ও করতে পারেন [ব্লগ থেকে মাসে আয় করুন ৩০-৪০ হাজার টাকা] ব্লগে একাউন্ট খোলা এবং ব্লগ সাইট খোলার নিয়ম হলো আপনাকে ব্লগারে আপনার ইমেইল দিয়ে সাইনআপ করুন।এবং ব্লগের নাম ঠিক করে খুলে ফেলুন আপনার স্বপ্নের ব্লগ সাইটটি!

ব্লগি শুরুর সঠিক সময় কোনটি?আপনি যে কোন সময় ব্লগিং শুরু করতে পারেন।তবে ব্লগিং করার সঠিক সময় হলো ছাত্র জীবন।কারন হলো এটি যেহেতু জ্ঞান চর্চার সময় তাই ব্লগিংয়ের মাধ্যমে আপনার জ্ঞান আহরনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url