গুগল এডসেন্স থেকে কিভাবে আয় হয় তার ভ্রান্ত ধারণা ও সঠিক জ্ঞান

আমরা সকলেই ব্লগ থেকে আয় করতে গুগল এডসেন্স(Google adsense) এর উপর নির্ভর করি।তবে আমাদের অনেকেরই গুগল এডসেন্স থেকে আয়ে উপর বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে।আমরা যারা ব্লগিং করি তারা মনে করি ব্লগ করলেই টাকা আয় শুরু হয়ে যায়। আবার আমরা যখন ব্লগিং সম্পর্কে ধারনা অর্জন করার পরে সত্যি বিষয় জানতে পারি।যে আসলে শুধু মাত্র ব্লগ করলেই টাকা আয় শুরু হয়ে যায় না।এর জন্য প্রয়োজন ব্লগে গুগল এডসেন্স এপ্রুভ করা।তবে এখানেই ভ্রান্ত ধারণা শেষ নয়।এ সময়ে আমাদের মনে বাঁসা বাধে আরেক ভ্রান্ত ধারণা, যে ব্লগে কোন রকম এডসেন্স এপ্রুভ হলেই হাজার হাজার টাকা আয়। তবে মূলত এগুলো আসলে আমাদের ভ্রান্ত ধারণা।
Google adsense
ব্লগ বা ওয়েবসাইট থেকে আসলেই হাজার হাজার টাকা আয় করা সম্ভব। কিন্তু তার জন্য প্রয়োজন ধৈর্য আর নিয়মিত কাজ করার মানসিকতা। তাহলেই আপনিও আয় করতে পারবেন ব্লগিং করে।ব্লগ বা ওয়েবসাইট তৈরি করে আপনাকে প্রথম চিন্তা করতে হবে যাতে আপনার সাইটে প্রচুর পরিমাণ ভিজিটর আনা।কারন ভিজিটর হলো একটি ওয়েবসাইট বা ব্লগের প্রান।আপনার সাইটে যতই ভালো কন্টেন্ট থাক না কেন যদি ভিজিটর না থাকে তাহলে তা নিরর্থক।

আপনাকে ব্লগে ভিজিটর বা ট্রাফিক আনতে প্রয়োজন যথার্থ ভাবে SEO করা।কারন সঠিক  সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) ই পারে আপনার ব্লগে প্রচুর পরিমাণ ভিজিটর আনতে।এবং সার্চ ইঞ্জিন থেকে আপনার সাইট সারা জীবন ট্রাফিক পাবে।এছাড়া সার্চ ইঞ্জিন এর ভিজিটর আপনার গুগল এডসেন্স এর আয়ের পরিমাণ ও বাড়িয়ে দিবে।আর একারনেই আপনি এডসেন্স থেকে আয়ে বিস্তারিত বিষয়ের ভিতরে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কথা বললাম।

আমরা ব্লগ থেকে আয় করতে Google Adsense  উপর নির্ভর করলে প্রথমেই জানতে হবে কিভাবে এডসেন্স থেকে আয় করতে হবে।কারন ভূল পদক্ষেপ আপনার সাইটের আয়কে ব্যাহত করতে পারে।ব্লগের এডসেন্স থেকে আয় করতে  বিজ্ঞাপন গুলোকে সঠিক স্থানে বসাতে হবে।যতে করে বিজ্ঞাপন গুলো ভিজিটরদের নজরে আসে।তবে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে কোনভাবেই অতিরিক্ত পরিমাণ বিজ্ঞাপন দেখানো যাবে না।কারন এতে আপনার ব্লগে ভিজিটরদের উপর খারাপ প্রভাব ফেলবে।

অতিরিক্ত পরিমাণ বিজ্ঞাপন দেখানো হলে আপনার মূল্যবান ভিজিটর বিরক্ত হবে আর ভিজিটর বিরক্ত হলে বুঝতেই পারছেন আপনার সাইটে ভিজিট করা বন্ধ করে দিতে পারে।এতে আপনার লাভের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি হবে।এজন্য আপনি অবশ্যই কম করে এবং পরিমিত পরিমাণ বিজ্ঞাপন দেখান।তাহলে একদিকে আপনার ব্লগে ভিজিটর যেমন সন্তুষ্ট থাকবে তেমনি আপনার এডসেন্স থেকে আয় ও ভাল আসবে।

এবার আসি এডসেন্স আয়ের বিস্তারিত বিষয় গুলো সম্পর্কে।গুগল মূলত আপনার সাইটে যতই বিজ্ঞাপন দেখাক না কেন এর জন্য আপনাকে কোন টাকাই গুগল আপনাকে দেবে না।যদি না আপনার সাইটের   বিজ্ঞাপন গুলো ভিজিটররা ক্লিক না করে। মূলত গুগল আপনাকে টাকা দেবে বিজ্ঞাপন ক্লিকের মাধ্যমে। তবে ক্লিক এর ক্ষেত্রে কি পরিমান টাকা পাবেন তা নির্ভর করে আপনার এডসেন্স এর সিপিসির(CPC) উপর।আপনার সাইটে যত পরিমান সিপিসি থাকবে ক্লিকে আয়ের পরিমাণ ও তত পাবেন।তবে এডসেন্স এপ্রুভের সাথে সাথেই আপনার সিপিসি বৃদ্ধি পাবে না।যখন সাইটে ভিজিটর বাড়বে তার সাথে সাথে ক্লিক বাড়বে তার সাথে আপনার সাইটের সিপিসিও বাড়তে শুরু করবে।

আপনি প্রতি ক্লিকে আপনি ০.৪০ ডলার থেকে ১ ডলার পর্যন্ত পেতে পারেন।এর ফলে আপনার সাইটে ১ টি ক্লিক পড়লে আপনি ০.৪০-১ ডলার পর্যন্ত পাবেন।মূলত ইংরেজি কনটেন্টের সাইটে বেশি CPC পাওয়া যায়। তবে ইম্প্রেশন থেকে আপনার সাইটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারন ইম্প্রেশন এবং ক্লিকের অনুপাতের উপরই নির্ভর করে আপনার সাইটের CTR. সিটিআর এর পার্সেন্ট সর্বোচ্চ ১৫ হলে আপনার এডসেন্সটি ডিজেবল হয়ে যতে পারে।তাহলে বুঝতেই পারছেন আপনার ইম্প্রেশন বেশি হলে CTR সহনীয় মাত্রায় থাকবে।এডসেন্স এর CTR 2-5% রাখাই উত্তম।এতে যেমন CPC বেশি পাওয়া যায়। তেমনি এডসেন্স ডিজেবল হয়ে যাওয়ার ভয়ও থাকে না।

এডসেন্স একাউন্টে ১০০ ডলার পূর্ন হলে আপনি পেমেন্ট পাবেন।আপনি ব্যাংক একাউন্ট বা চেকের মাধ্যমেও পেমেন্ট গ্রহন করতে পারেন।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url