ভাবসম্প্রসারন: চরিত্র মানব জিবনে মুকুট স্বরুপ

ভাবসম্প্রসারন:
চরিত্র মানব জিবনে মুকুট স্বরুপ
অথবা,চরিত্র অমূল্য সম্পদ
অথবা,চরিত্র হীন ব্যাক্তি পশুর সমান
অথবা,চরিত্র মূল্যবান বস্তু

মূলভাব : চরিত্র মানবজীবনের শ্রেষ্ঠ ভূষণ । চরিত্র গুণেই মানুষ মর্যাদায় আসীন হয় আবার চরিত্র দোষেই সে হয় নিকৃষ্ট।

ভাব-সম্প্রসারণ ; চরিত্র মানবজীবনের সর্বোত্তম অলংকার । অলংকার যেমন মানুষের সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি চরিত্র মানুষকে সুন্দর করে আকর্ষণীয় ও মােহনীয় করে তােলে । চরিত্রবান ব্যক্তি সর্বত্রই সম্মানিত ও আদৃত হন। সবাই তাকে ভক্তি-শ্রদ্ধা করে। যে ব্যক্তি আত্মার পবিত্রতা রক্ষা করে, বিবেকের কাছে কলুষমুক্ত, পরােপকারী, মিথ্যা কথা বলে না, কারাে সাথে প্রবঞ্চনা করে না, নির্লোভ এবং পরের অনিষ্ট করে না, সে লােকই চরিত্রবান । তিনি কখনাে অন্যায় করতে পারেন না। ধনী-দরিদ্র, ছােট-বড় সবাই তার কাছে সমান। এ ধরনের লােক গরিব হলেও সবাই তাকে শ্রদ্ধা করে, সম্মান করে। চরিত্রহীন ব্যক্তি পশুর সমান। সবাই তাকে ঘৃণা করে, সমাজে তার কোনাে মর্যাদা নেই, আপনজনও তাকে ঘৃণা করে। সবাই তাকে এড়িয়ে চলে।

মন্তব্য: সামনের দিকে এগিয়ে যাওয়াই গতি আর পিছিয়ে পড়াই দুর্গতি । অগ্রগতিকে অব্যাহত রাখার প্রয়াস চরিত্র রক্ষার উপায় । চরিত্রই।মানুষকে সত্য, সুন্দর ও ন্যায়ের পথে বিচরণ করতে সাহায্য করে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url