ভাব সম্প্রসারন: কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝেই স্বর্গ-নরক মানুষেতে সুরাসুর
ভাব সম্প্রসারণঃকোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর,মানুষের মাঝেই স্বর্গ-নরক, মানুষেতে সুরাসুর।
মূলভাব: স্বর্গ-নরক আসলে মানুষের মাঝেই বিরাজ করে। ভালাে কিছু করে শান্তি পেলে তখন এ জগতেই আমরা স্বর্গসুখ পাই; আর মন্দ কিছু করে প্রায়শ্চিত্ত ভােগ করলে নরক যন্ত্রণা ভােগ করি।
ভাব-সম্প্রসারণ ; প্রত্যেক ধর্মেই স্বর্গ-নরকের ধারণা রয়েছে। সে অনুযায়ী আমরা বিশ্বাস করি যে, মৃত্যর পর আমরা সু-কর্মের জন্য স্বর্ণ পাব এবং কু-কর্মের জন্য নরক যন্ত্রণা ভােগ করব। যারা পৃথিবীতে সৎকর্ম করে যাবে স্বর্গে তারা পাবে অনন্ত জীবন, অসীম সুখ-সম্ভােগের অগাধ উপকরণ। আর যারা পৃথিবীতে অন্যায় বা খারাপ কাজ করবে, তারা ভােগ করবে নরকের অবর্ণনীয় শাস্তি; অনন্তকাল তারা আগুনের লেলিহান শিখায় জীবন্ত দগ্ধ হতে থাকবে। শুনে আমাদের সবার গা শিউরে ওঠে। কিন্ত একটু চিন্তা করলে আমাদের সমাজ সংসারের মাঝেই স্বর্গ-নরকের দৃষ্টান্ত অনেক পাওয়া যায়। এমনকি নিজের মাঝেই স্বর্গ-সুখ ৰা নৱক-যন্ত্রণা উপলব্ধি করা যায়। আমরা যখন কোনাে ভালাে কাজ করি: কোনাে মানুষের উপকার করি, তখন আমাদের মাঝে একপ্রকার পরিতৃপ্তি আসে। আমরা যখন একজন অসুস্থ মানুষের সেবা করি, একজন অনাহারীকে আহার করাই একজন অন্ধকে পথ দেখাই: একজন রােগীর সেবা-শুশ্রষা করে তাকে ভালাে করে তুলি, একজন মরণাপন্ন বিপদগ্রস্ত মানুষকে বিপদ থেকে রক্ষা করি তখন আমাদের মাঝে এক ধরনের আত্মতৃপ্তি জন্মে। আমরা তখন নিজে থেকেই সুখ অনুভব করি। আর এ সুখের অনুভূতিই হচ্ছে স্বর্গীয় অনুভূতি। এতে আমরা নিজেরা যেমন সুখ অনুভব করি, উপকৃত ব্যক্তিও তেমনি উদ্ধার পেয়ে কৃতজ্ঞতায় ভরে ওঠে। ফলে সর্বত্র একটা শান্তি বিরাজ করে। কিন্তু উল্টোভাবে আমরা যখন কোনাে অন্যায়-
অসৎ কাজ করি, মানুষের ক্ষতি করি, অন্যকে বিপদের মুখে ঠেলে দিই তখন আর কিছু না হােক আমাদের মনে এক ধরনের যন্ত্রণা অনুভব করি, যা নরক যন্ত্রণার সামিল। তাছাড়া অন্যকে সমস্যায় ফেললে বা অন্যের ক্ষতি করলে তা কোনাে না কোনােভাবে নিজের ঘাড়েই চাপে আর তখনই আমরা নরক-যন্ত্রণা ভােগ করি। লােভ-লালসা, হিংসা-বিদ্বেষ, কু-প্রবৃত্তি সবসময় আমাদের প্ররােচিত করে। ফলে আমরা নানাভাবে অশান্ত্রি সৃষ্টি করি এবং নরক যন্ত্রণা ভােগ করি। আমরা অনুতপ্ত হয়ে নিজে নিজেই দগ্ধ হই । অর্থাৎ আমাদের ভালাে কাজ যেমন আমাদের স্বর্গসুখ দেয় তেমনি মন্দ কাজ নরক যন্ত্রণা প্রদান করে। তাই বলা হয়েছে যে স্বর্গ নরক আসলে মানুষের মাঝেই বিরাজ করে।এর প্রমান আমরা আমাদের জীবনেই প্রতিনিয়ত পাই।
মন্তব্য:আমরা ভাল কাজ করলে যেমন এই পৃথিবীতে শান্তি পাই তেমন মন্দ কাজের ফলও পাই এই পৃথিবীতে।তাই পরকালের স্বর্গ নরক চিন্তা না করে এই পৃথিবীতেই সুখি হতে ভালো কাজ করা উচিত।