ভাবসম্প্রসারন: স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে? পশু সেই জন
ভাবসম্প্রসারন: স্বদেশের উপকারে নাই যার মন।
কে বলে মানুষ তারে? পশু সেই জন।
মূলভাব : দেশপ্রেম ঈমানের অঙ্গ। যে নিজ দেশকে ভালােবাসে না, দেশের প্রতি যার মমতা নেই, সে মানুষরূপী পশু।
ভাব-সম্প্রসারণ : দেশের প্রতিটি মানুষের কাছে জন্মভূমি অত্যন্ত পবিত্র স্থান। কথায় আছে, “জননী জন্মভূমিশ্চ স্বাদপা গরায়সা অথাৎ জন্মভূমি স্বর্গ থেকেও শ্রেষ্ঠ। দেশকে ভালােবাসলে আমাদের জীবন হয় সার্থক। বিশেষের মধ্যেই নির্বিশেষের প্রকাশ। স্বদেশ-জননীর মধ্যেই।আমরা বিশ্বজননীর প্রতিমূর্তি দেখতে পাই। দেশপ্রেমেই বিশপ্রেমের উন্মেষ। দেশজননী মিশে আছে আমাদের দেহের সাথে । মাতৃভূমির কোলে লালিত হয়ে বেড়ে উঠি আমরা। অঙ্করণে কখনাে জন্ম নেয় না মাতৃভূমির ধন, রত্নের কথা। কবি বলেছেন-
জানি নে তাের ধনরতন
আছে কি না রানীর মতন
শুধু জানি আমার অঙ্গ জুড়ায় তােমার ছায়ায় এসে।
(জন্মভূমি : রবীন্দ্রনাথ ঠাকুর)
আমাদের দেহ-মন-প্রাণ, আশা-আকাঙ্ক্ষা, স্বপ্ন-কল্পনা সবকিছুর সাথেই এ স্বদেশ চেতনা মিশে আছে। অথচ এমন কিছু লােক আমাদের মাঝে আছে যারা স্বদেশের জন্য কিছু ভাবে না, স্বদেশের কল্যাণচিন্তা করে না। দেশের সমূহ অকল্যাণ ও অপকর্ম দর্শনে তাদের চিত্ত থাকে নির্বিকার, প্রতিবাদ বিমুখ জাগ্রতহীন। তারা দেশ ও জাতির শত্রু। একমাত্র পশুর সাথেই তাদের তুলনা চলে। কেননা পশুর দেশপ্রেম বলে কিছু নেই।
মন্তব্য : জন্মভূমির প্রতি ভালােবাসায় প্রতিটি মানুষকে সদা জাগ্রত থাকতে হবে এবং দেশের মঙ্গলের জন্য কাজ করতে হবে। তবেই।মানুষ নামের প্রকৃত সার্থকতা খুঁজে পাওয়া যাবে।