ভাবসম্প্রসারন: আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে

ভাবসম্প্রসারন:
আপনারে লয়ে বিব্রত রহিতে
আসে নাই কেহ অবনী পরে
সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে।
সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
মূলভাব : স্বার্থপরতা প্রকৃত মনুষ্য ধর্ম নয়;পরার্থপরতাই মানুষের আসল উদ্দেশ্য।

ভাব-সম্প্রসারণ : পৃথিবীর বাস্তবতা বড় কঠিন, বড় নিষ্ঠুর ও নির্মম। এ নির্মম বাস্তব জীবনের নানা ঘাত প্রতিঘাতে মানুষ একসময় চরম স্বার্থপর হয়ে পড়ে। আপনার স্বার্থ ছাড়া তখন সে আর কোনাে কিছুই কল্পনা করতে পারে না। ব্যক্তিস্বার্থের উর্ধ্বে তারা আর কোনাে কিছুই দেখে না। এমন মানুষের জন্যই পৃথিবীটা আজ দুঃখময়; বিবাদ-বিসংবাদে ভরা। কিন্তু মানব জন্ম স্বার্থপরতার উদ্দেশ্যে নয়। মানুষ অন্যান্য প্রাণীর মতাে শুধু নিজে পেট পুরে খেয়ে বাঁচার জন্য জন্ম নেয় না। তাহলে তাদের আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব বলা হতাে না। মানুষের রয়েছে জ্ঞান, বুদ্ধি-বিচার, বিবেচনা করার শক্তি যা দিয়ে সে ভালাে-মন্দ, ন্যায়-অন্যায়, উচিত-অনুচিত নির্ধারণ করতে পারে। মানুষকে প্রকৃত মানুষ হতে হলে পরার্থপর হতে হবে। কিন্তু আমাদের সমাজের অধিকাংশ মানুষই হচ্ছে স্বার্থপর । জাতীয় স্বার্থ ও মানবতা তাদের কাছে মূল্যহীন। অথচ মানুষের সৃষ্টি সেজন্য হয় নি। মানব সৃষ্টির মূল উদ্দেশ্য পরার্থপরতায় । পরস্পর পরস্পরের কল্যাণ ও উপকার করতে পারলেই প্রকৃত সুখ পাওয়া যায় । সকল ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরের প্রতি ভালােবাসার মাধ্যমে সুসময় একপৃথিবী গড়ে উঠবে।তাই কবি বলেছেন-

সবারে বাসিব ভালাে, করিব না আত্মপরভেদ
সংসারে গড়িব এক নূতন সমাজ
(মৈত্রী : আবদুল কাদির)।

পারস্পরিক সহযােগিতা ও সহমর্মিতাই মানবজাতির সামাজিক বন্ধনের মূল ভিত্তি। এ পথেই মানুষ পায় প্রকৃত সুখ, আনন্দ এবং অর্জন করে জীবনের সার্থকতা। যারা শুধু নিজের সুখের জন্য কেঁদে মরে, তারা কখনাে সুখ পায় না। কিন্তু যারা অন্যের বিপদে এগিয়ে যায়,অন্যের দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নেয়, অন্যকে সুখী করে, সুখ তাদের হাতেই ধরা দেয়। কারণ মানবজন্মের উদ্দেশ্যই হচ্ছে সবার মধ্যে বাচা, সবাইকে নিয়ে বাঁচা। এভাবে বাঁচাই হচ্ছে যথার্থ বাচা। মানুষের পারস্পরিক সহযােগিতা ও সহমর্মিতার জন্যই আজ পৃথিবী এত উন্নত হতে পেরেছে। আর সেজন্যই বলা হয়েছে যে, শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকার জন্য কেউ পৃথিবীতে আসেনি। আমরা সবাই সবার জন্য এবং প্রত্যেকেই অন্যের জন্য।

মন্তব্য : পরহিতব্রতী হতে পারলেই মানবজীবন সার্থক ও সুন্দর হয়। প্রকৃত সুখ এর মধ্যেই খুঁজে পাওয়া যায়।
Next Post Previous Post
5 Comments
  • শিপন ইসলাম
    শিপন ইসলাম ২৫ ডিসেম্বর, ২০১৯ এ ৩:৩৪ PM

    ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে।

    • gganbitan.com
      gganbitan.com ২৫ ডিসেম্বর, ২০১৯ এ ৩:৩৬ PM

      সময় নিয়ে পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ❤

  • Shown Ahmed
    Shown Ahmed ২৫ ডিসেম্বর, ২০১৯ এ ৩:৩৯ PM

    অনেক সুন্দর একটি ভাবসম্প্রসারন অনেক বার পড়েছি বইতে যখন হাইস্কুলে পড়তাম।পড়ালেখা সম্পর্কে আরো পোস্ট চাই।

    • gganbitan.com
      gganbitan.com ২৫ ডিসেম্বর, ২০১৯ এ ৩:৪২ PM

      আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য ধন্যবাদ।আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে আমরা ভবিষ্যতে আরো পোস্ট করা হবে পড়ালেখার উপর ভিত্তি করে।ধন্যবাদ❤

  • Unknown
    Unknown ২৭ সেপ্টেম্বর, ২০২০ এ ২:৩৯ AM

    অসাধারণ।।

Add Comment
comment url