মোবাইল দিয়ে ওয়েবপেজ সোর্স কোড দেখুন সবচেয়ে সহজ উপায়ে

ওয়েবপেজ সোর্স কোড কি?ওয়েবপেজ সোর্সকোড হলো একটি ওয়েবসাইটের HTML কোড গুলো।অর্থাৎ যে HTML কোড দ্বারা ওয়েবপেজটি তৈরি করা হয়েছে।যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট অথবা অন্যান্য অনলাইন বিষয়ক কাজ করে তাদের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কাজে বিভিন্ন ধরনের সাইটের সোর্স কোড জানা লাগে।কম্পিউটার সোর্সকোড দেখার জন্য একটি আলাদাভাবে অপশন দেওয়াই রয়েছে।
html source code view
কম্পিউটার ব্যবহার করে কোন সাইটের সোর্স কোড জানা দরকার হলে ওয়েব পেজের যে কোন স্থানে মাউস রেখে মাউসের ডান বোতাম ক্লিক করলে সোর্স নাম অপশন পাওয়া যাবে।সেটিতে ক্লিক করা হলে আপনি ওয়েবপেজটির সমস্ত HTML Source code  গুলো দেখতে পাবেন।

কিন্ত মোবাইল দিয়ে ওয়েবপেজ এর সোর্স কোড জানা একটু সমস্যা হয়ে দাড়ায়।কারন আপনি মোবাইল দিয়ে ওয়েবপেজ এর সোর্স কোড জানতে কোন আলাদা অপশন পাবেন না।আর এ কারনেই আপনাকে অন্য উপায় খুজতে হবে মোবাইল দিয়ে ওয়েবপেজ এর সোর্স কোড জানার জন্য।

মোবাইল ফোন দিয়ে ওয়েবপেজ এর সোর্স কোড জানতে ওয়েবপেজ টির লিংকের আগে টাইপ করুন view-source: এই লেখাটি।তাহলে আপনি সম্পুর্ন ওয়েবপেজ টির সোর্স কোড গুলো দেখতে পারবেন।
source code view mobile
উদাহরণ স্বরূপঃ মনে করুন আপনি আমাদের সাইটের সোর্স কোড টি দেখবেন।এর জন্য মোবাইল ব্রাউজারের এড্রেস বারে টাইপ করুন-
view-source:http://www.gganbitan.com
এর পরে এড্রেস টি লোড করুন।তাহলে আপনার মোবাইলে সম্পুর্ন সোর্স কোড টি দেখতে পাবেন।
💻ভিডিও টিউটোরিয়াল দেখুন-

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url