ভাবসম্প্রসারণ ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ
ভাবসম্প্রসারণঃভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর কাজ।
মূলভাব : প্রকৃত জ্ঞানীরা অতীতের নৌকায় ভর করে বর্তমান নিয়ে ভবিষ্যতের দিকে ধাবিত হয়। তাদের চিন্তা-চেতনায় অতীত বর্তমান থাকে না। তারা সর্বদা ভবিষ্যতের জন্য ভাবেন।
ভাব-সম্প্রসারণ : আধুনিক সভ্যতা জ্ঞানীদেরই অবদান। জ্ঞানী ব্যক্তিরা তাদের জ্ঞান, মেধা, চিন্তাশক্তির সাথে কঠোর পরিশ্রম মিলিয়ে আমাদের বর্তমানকে করেছেন সুন্দর। কিন্তু তারা বসে নেই। কেননা, জ্ঞানী ব্যক্তিরা সর্বদাই ভবিষ্যতের কথা ভাবেন। ভবিষ্যতে কীভাবে
দেশ ও দশের সেবা করা যায়, জাতির কল্যাণ করা যায় সেই বিষয়েই তাদের ভাবনা। অপরের কল্যাণই তাদের ব্রত। তারা জানেন যে,বর্তমানের অর্জন ও সঞয় সুদূরপ্রসারী ভবিষ্যতেরই বহিঃপ্রকাশ। কিন্তু আমরা অতীতকে আঁকড়ে ধরে থাকি। আমাদের চিন্তাধারা
বর্তমানকে নিয়ে । ভবিষ্যৎ অনাগত এবং অপরিচিত বলে তাতে পা ফেলতে আমরা ভয় পাই। আর অতীত ও বর্তমান আমাদের পূর্ণ পরিচিত বলে আমাদের কাছে এ দুয়ের জয়জয়কার। কিন্তু এটা ভুল পদক্ষেপ। যেখানে সামান্য পিপড়া বা মৌমাছি পর্যন্ত ভবিষ্যতের ভাবনায়
ব্যতিব্যস্ত তখন আমরা বর্তমানকে নিয়েই ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছি। এ জন্য আমরা পৃথিবীতে আসিনি। আমাদের দায়িত্ব ভবিষ্যতের জন্যে কিছু করা, তাহলে জীবনের সর্বক্ষেত্রেই সফল হওয়া অত্যন্ত সহজ হবে।
মন্তব্য: অতীত থেকে শিক্ষা গ্রহণ করে বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়াই জ্ঞানীর কাজ।