ভাবসম্প্রসারন ভােগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ
ভাবসম্প্রসারন: ভােগে নয়, ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
মূলভাব ;মানবতাই প্রকৃত মুক্তির পথ।মনুষ্যত্বের বিকাশ ত্যাগের উৎকৃষ্ট উপহার।
ভাব-সম্প্রসারণ : মানুষের মনুষ্যত্বের সার্থকতা তার যথাযথ কর্তব্য পালনে। কিন্তু এ কাজটি মােটেও সহজ নয়। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে অপরের কল্যাণে নিজেকে উৎসর্গ করার মাঝেই মনুষ্যত্বের বিকাশ ঘটে । লােভ ও স্বার্থ-বুদ্ধির বিরুদ্ধে সংগ্রাম চালানাে কঠিন সন্দেহ নেই; কিন্তু কঠিনতর হলাে ত্যাগের মানসিকতা নিয়ে লােভ ও স্বার্থ-বুদ্ধির বিরুদ্ধে লড়ে যাওয়া। যারা এ কাজে সফল হয় তারা লাভ করে।মর্যাদা আর সম্মানের আসন। ত্যাগ মানুষকে নিয়ে যায় মনুষ্যত্বের স্বর্ণশিখরে। পক্ষান্তরে, ভােগ বিলাস মানুষের মনুষ্যত্বকে ধবংস করে। এর ।প্রভাবে মানুষ সংকীর্ণমনা হয়ে ওঠে। নিজের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে তারা মনুষ্যত্বের কবর রচনা করে। আপন-পর প্রভেদ ভুলে সবাইকেই।
পর ভাবতে শুরু করে। ফলে মনের অজান্তেই জড়িয়ে পড়ে পঙ্কিলতা, গ্লানি আর কালিমার সাথে ।
মন্তব্য: পরের কল্যাণ কামনাই মনুষ্যত্বের অলঙ্কার। আর এজন্য ভােগের গুরুত্বকে অস্বীকার করে ত্যাগের চেতনা ধারণ করাই সঠিক কর্ম।