বিসিএস প্রশ্ন এবং সমাধান - বিষয় কম্পিউটার সাইন্স ২০২০

ইনটেল ITANIUM কত বিট মাইক্রোপ্রসেসর?
a.32
b.64
c.128
d.256
Ans.b
বিসিএস প্রশ্ন সমাধান
কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
a.১৯৭২ সালে।
b.১৯৭১ সালে।
c.১৯৭৩ সালে।
d.১৯৭৪ সালে
Ans.b

কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
a.কন্ট্রোল ইউনিট
b.সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
c.গাণিতিক ইউনিট
d.যুক্তি বর্তনী ইউনিট
Ans.b

কম্পিউটার হার্ডওয়ার বলতে বুঝানাে হয় -
a.স্মৃতি অংশ
b.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ।
c.কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম।
d.শক্ত ধাতব অংশ।
Ans.c

কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ গঠিত-
a.গ্রহণ মুখ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
b.অভ্যন্তরীণ স্মৃতি ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
c.স্মৃতি ও যুক্তি বর্তনী অংশের সমন্বয়ে
d.অভ্যন্তরীণ স্মৃতি, গণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ  অংশের সমন্বয়ে।
Ans.d

মেমােরি ভাগ করা হয়েছে-
a.দুই ভাগে
b.তিন ভাগে
c.চার ভাগে
d.পাঁচ ভাগে।
Ans.a

কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ হচ্ছে-
a.হার্ডওয়্যার ও সফটওয়্যার
b.কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ ও স্মৃতি অংশ
c.হার্ডওয়্যার ও অপারেটিং সিস্টেম অংশ
d. সফটওয়্যার ও কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ
Ans.a

কম্পিউটারের প্রধান মেমােরি-
a. মাইক্রোপ্রসেসরের ভিতরে থাকে
b. মাইক্রোপ্রসেসরের বাহিরে থাকে।
c.মাইক্রোপ্রসেসর এবং সিপিইউ-এর মাঝখানে থাকে।
d.সিপিইউ-এর ভিতরে থাকে
Ans.c

কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইটে কত বাইট?
a.১০০০ x ১০০০
b.১০২৪ x ১০২৪
c.১০৩২ x ১০৩২
d.১০০ x ১০০০
Ans.b

কম্পিউটার সিস্টেমে 'ওয়ার্ড' গঠনের সংমিশ্রণ হলাে-
a.Bytes
b.Bits
c.Characters
d.Symbols
Ans.a

নিম্নের কোনটি কম্পিউটারে ইনপুট ডিভাইস নয়?
a.জয়স্টিক
b.কিবাের্ড
c.মাউস
d.মনিটর

কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্টার—সেই ক্ষেত্রে মানুষের হাত হলাে-
a.CPU
b.প্রিন্টার
c.মাদার বাের্ড
d.UPS
Ans.b

কম্পিউটারের ব্রেইন হলাে-
a.মেমােরি।
b.হার্ডডিক্স
c.মাইক্রো প্রসেসর।
d.বায়োস
Ans.c

নিচের কোনটি একটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস?
a.সিডি রম।
b.হার্ডডিস্ক।
c.রম (ROM)
d.সিপিইউ (CPU)
Ans.a

কয়টি BIT মিলে এক BYTE হয়?
a.০ – ২০
b.৭ – ৬৪
c.৮ - ৬৪
d.০ – ৬৪
[Note: ১ বাইট = ৮ বিট]

হার্ডডিস্ক' মাপার একক হলাে-
a.মেগাবাইট
b.গিগাবাইট।
c.কিলােবাইট
d.টেরাবাইট
Ans.b

প্রধান মেমােরির মধ্যে থাকে -
a.সম্পূর্ণ সমাধান
b.প্রয়ােজনীয় তথ্য।
c.গাণিতিক তথ্য
d.অন্তর্বর্তী ফল।
Ans.b

কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে-
a.৩টি অংশ।
b.৪টি অংশ
c.৫টি অংশ
d.৬টি অংশ
Ans.a

কম্পিউটারে মেকানিকাল ডিভাইসকে বলা হয়-
a.সফটওয়্যার
b.ডাটা।
c.হার্ডওয়্যার
d.ইউজার
Ans.c

CPU-এর পূর্ণরূপ কি?
a.Central Power Unit
b.Central Processing Unit
c.Central Purchase Unit
d.None of these
Ans.b

কাম্পউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়?
a. মিনিট
b.ন্যানাে সেকেন্ড
v.সেকেন্ড
d. ঘণ্টা
Ans.b
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url