সিপিএ ডিজিটাল মার্কেটিং কি? কিভাবে শুরু করবেন CPA Marketing A-Z

আমরা অনেকেই সিপিএ ও এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে শুনেছি।সিপিএ মার্কেটিং কি?CPA এর পূর্ণরুপ হলো Cost Per Action.এটি শেখার জন্য আপনি সিপিএ মার্কেটিং কোর্স করতে পারেন।বা আপনি ফ্রিতেই সিপিএ মার্কেটিং বাংলা টিউটোরিয়াল ভিডিও পাবেন অনলাইনে।তবে cpa মার্কেটিং শিখতে চাই-লে আপনাকে কিছু সাধারন বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করতে হবে।কারন সিপিএ ডিজিটাল মার্কেটিং করে আপনি ভালো পরিমান আয় করতে পারবেন সত্যি।কিন্তু এর ভিতরে অনেক জালিয়াতিও রয়েছে।তাই আসুন জানি সিপিএ মার্কেটিং কি এবং এর এর ভালো মন্দ উভয় দিকগুলো!
cpa marketing a to z
cpa marketing a to z guide
সিপিএ মার্কেটিং কি?আমি প্রথমেই বলেছি CPA এর পূর্ন রুপ হলো Cost per action.অর্থাৎ এখানে ছোট ছোট কাজের জন্য আপনাকে তারা টাকা দিবে।যেমন ধরুন কাওয়ে জয়েন করানো তাদের সাইটে,ইমেইল সাবমিট,কাওকে দিয়ে ফর্ম পুরন করানো ইত্যাদি।সিপিএ মার্কেটিং মূলত এফিলিয়েট মার্কেটিং এরই একটি অংশ।তবে এটি Affiliate মার্কেটিং অপেক্ষা অধিকতর সহজ।যেখানে এফিলিয়েট মার্কেটিং এ পেমেন্ট দেওয়া হবে শুধুমাত্র প্রোডাক্ট বিক্রি করার পরে আর সিপিএ মার্কেটিং এ পেমেন্ট প্রোডাক্ট সেল না করেই পেমেন্ট পাবেন।যেমন তাদের সাইটে লিড জেনারেট করেই আপনি টাকা পাবেন।এবং প্রতিটি  সাইন আপে আপনি ০.৫০ থেকে ১০ ডলার পর্যন্ত পেতে পারেন।এছাড়া আরো অনেক ছোট ছোট কাজ করেও আপনি এখান থেকে আয় করতে পারবেন।


সিপিএ ডিজিটাল মার্কেটিং করার জন্য আপনার কি কি থাকা লাগবে?প্রথমত cpa marketing এ আয় করতে হলে আপনার ধৈর্য ধরে কাজ করার মানসিকতা থাকতে হবে।প্রতিদিন কমপক্ষে ৩-৪ ঘন্টা সময় দেওয়া লাগবে এই CPA marketing এর পিছনে।ভালো ইন্টারনেট কানেকশন,একটি কম্পিউটার,একটি ওয়েবসাইট(ফ্রি সাইট হলেও কাজ করতে পারবেন),ভালো মানের সিপিএ মার্কেটিং সাইটের একটি একাউন্ট যেখান থেকে আয় করবেন।তবে আপনাকে অবশ্যই ভালো মানের এবং বিশ্বস্ত সাইটের হয়ে কাজ করতে হবে।কারন অনেক সাইট আছে ভাল অফার দেয়না আবার অনেক সাইট আছে ভালো অফার দেয় কিন্তু পেমেন্ট দেয়না।তবে বিশ্বস্ত কয়েকটি CPA Network হলো Adworkmedia,CPA grip,CPA Lead ইত্যাদি।এসকল সাইটের হয়ে আপনি কাজ শুরু করতে পারেন।তবে সর্বোপরি আপনাকে দক্ষতা অর্জন করতে হবে।সিপিএ মার্কেটিং করতে কি কি লাগে জানলাম তাহলে আসুন CPA মার্কেটিং কিভাবে কাজ করে তা একটু জানি!
CPA ডিজিটাল মার্কেটিং সম্পন্ন হয় তিনটি ধাপে।এগুলো হলো-
CPA Digital Marketing মুলত কোন কোম্পানির প্রচারের কাজ।ধরুন একটি কোম্পানি কোন সার্ভিস প্রদান করে অনলাইনে।তাদের সার্ভিস বিক্রির জন্য প্রচারের দরকার।এই কাজের জন্য তারা বিভিন্ন এডভ্যারটাইজের ব্যাবস্থা করে।তারা বিভিন্ন CPA Network এর মাধ্যমে প্রচারনা চালায়।যারা সিপিএ নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে থাকে তারা হলো Advertiser.

এবার এই বিজ্ঞাপন গুলো গ্রাহকদের কাছে উপস্থাপন করে এবং তাদের সেবা গ্রহনের জন্য উৎসাহিত করে তারা হলো পাবলিশার (Publisher) বা মার্কেটার (Marketer) তারা বিভিন্ন পদ্ধতিতে গ্রহকের কাছে এই সেবা গুলো উপস্থাপন করার কাজ করে।অর্থাৎ একজন CPA Marketer ই হলো একজন পাবলিশার।

এবা আসি PPL (Pay per lead) কি!PPL হলো আপনি যখন একজন গ্রহককে তাদের সেবা নিতে আগ্রহী করলেন তখন সে আপনার দেওয়া লিংক হতে উক্ত সাইটে প্রবেশ করবে।উল্লেখ্য যে এখানে তার কোন সার্ভিস কেনা লাগবে না শুধু মাত্র সাইন আপ বা ফর্ম পূরন বা উল্লেখিত যে কোন কাজ করলেই তার জন্য আপনি একটি নির্দিষ্ট পরিমান অর্থ পাবেন।আর এটিই হলো PPL বা পে পার লীড।মূলত PPL  0.5-10 ডলার হয়ে থাকে।


এবার আসি সিপিএ মার্কেটিং এর কিছু টিপস নিয়ে।যা আপনাকে একজন দক্ষ এবং সফল মার্কেটার হিসেবে গড়ে তুলতে ভূমিকা রাখবে!
আমরা সকলেই জানি কোন কাজ করার জন্য সে কাজ সম্পর্কে জানা দরকার।যদি আপনি কাজ সম্পর্কেই না জানেন তাহলে কাজ করবেন কিভাবে?এর পরেই দরকার দক্ষতা।কারন দক্ষতা না থাকলে আপনি কাজ করবেন ঠিকই কিন্তু সফলতা আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে।তাই দক্ষতা আর্জন করতে হলে আপনাকে অবশ্যই কাজ শিখতে হবে।এবং অবশ্যই ভালো কোন প্রতিষ্ঠান থেকেই শিখতে হবে।কারন যদি শিক্ষক দক্ষতা সম্পন্ন না হয়ে থাকে তাহলে ছাত্রকে কিভাবে দক্ষতা সম্পন্ন করে তুলবে?

আর এ কারনেই আগে খোজ নিন কেথা থেকে আপনি ভালো কাজ শিখতে পারবেন কখনোই চটকদার অফার পেয়েই কাজ শেখা শুরু করবেন না।আগে দেখুন তারা কি মার্কেটে কাজ করে।তারা কি সফল।ইত্যাদি বিষয় খোজ নিন কারন যারা সিপিএ মার্কেটিং করে তারা কাজের সুবিধার্থে ট্রেনিং করিয়ে থাকে।অন্যান্য সেক্টরে ভিন্নতা থাকলে এখানে তারা আপনাকে দিয়ে অবশ্যই কাজ করাবে বলেই ট্রেনিং করিয়ে থাকে।এর ফলে তারা কাজ করে শিখলে আপনিও ভালো শিখতে পারবেন।কারন লেকচার শোনার চাইতে হাতে কলমে শিক্ষা অনেক কার্যকর ভূমিকা পালন করে।
Next Post Previous Post
6 Comments
  • Live Sports TV
    Live Sports TV ৬ এপ্রিল, ২০২০ এ ৫:৪৮ PM

    টেনিং দেওয়ার আগে আপনাদের কাছ থেকে আর একটু বিস্তারিত জানালে খুশি হবো।

    • তিমন দে
      তিমন দে ৬ এপ্রিল, ২০২০ এ ৬:৩২ PM

      সুপ্রিয় পাঠক, আপনার কোন বিষয় জানার আগ্রহ আমাদের জানান।

    • Unknown
      Unknown ২৭ নভেম্বর, ২০২০ এ ১:১৭ PM

      আমি কি ফেইসবুক এর মাধ্যমে মার্কেটিং করতে পারব? কারণ আমার সব চুর্স ফেইসবুকই

  • Unknown
    Unknown ২১ আগস্ট, ২০২০ এ ৬:২৭ PM

    ধন্যবাদ

  • Earn Money BD
    Earn Money BD ২৯ আগস্ট, ২০২০ এ ৮:০৯ PM

    অনলাইনে টাকা ইনকাম



    খুব সুন্দর উপস্থাপনা আপনার.. ধন্যবাদ আমাদের সাথে সুন্দর একটি বিষয় শেয়ার করার জন্য ..অনলাইনে টাকা ইনকাম সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে নিচের আর্টিকেলগুলো সম্পূর্ণ পড়ুন:

    ইউটিউব থেকে ইনকাম করুন কোন প্রকার ভিডিও না বানিয়েই

    ব্লগিং করে টাকা আয় করুন ঘরে বসে

    ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করুন

    ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইনে টাকা আয় করার সেরা কিছু পদ্ধতি

    এফিলিয়েট মার্কেটিং করে আয় করুন ঘরে বসেই

    • Unknown
      Unknown ২৭ নভেম্বর, ২০২০ এ ১:২০ PM

      আমি কোন সাইটে ব্লগ লিখতে পারি?

Add Comment
comment url