শব্দগত অর্থে ইতিহাস বা ইতিহাস কাকে বলে - History from Word Meaning
শব্দগত অর্থে ইতিহাস
ইতিহাস শব্দের আভিধানিক অর্থ পুরাবৃত্ত, ইতিবৃত্ত ও প্রাচীন বৃত্তান্ত। ইতিহাস’ শব্দটি ইংরেজি 'History' শব্দের প্রতিশব্দ। History শব্দটি আবার গ্রিক শব্দ 'Historia' হতে উদ্ভূত। যার অর্থ An inquiry, designed to elicit truth. অর্থাৎ, সত্য প্রকাশকরার নিমিত্তে পরিকল্পিত অনুসন্ধান। গ্রিক দার্শনিক হেরােডােটাস সর্বপ্রথম 'History শব্দটি ব্যবহার করেন। তাই তাকে ইতিহাসের জনক নামে অভিহিত করা হয়। তিনি ইতিহাস জাতীয় গবেষণা কর্মের ধরন ও চরিত্র বুঝাতে গিয়ে সর্বপ্রথম 'History' শব্দটি ব্যবহার করেন।