গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণের তালিকা

গুরুত্বপূর্ণ এবং সকল পরিক্ষায় কমন উপযোগী ভাবসম্প্রসারনের তালিকা নিম্নরূপ :-
গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারন

১:পাপকে ঘৃণা কর পাপীকে নয়।
২:রাত যত গভীর হয় প্রভাত তত নিকটে আসে।
৩: নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।
৪: বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর
৫: আলাে বলে অন্ধকার তুই বড় কালাে অন্ধকার বলে ভাই তাই তুমি আলাে।
৬: ভাবসম্প্রসারন গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়ােজন।
৭: চরিত্র মানব জিবনে মুকুট স্বরুপ।
৮: শিক্ষাই জাতির মেরুদণ্ড
৯: আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
১০: অতি দীন ও অশক্ত লােকেরাই দৈবের দোহাই দিয়া থাকে।
১১: ভােগে নয় ত্যাগেই মনুষ্যত্বের বিকাশ।
১২: যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই না।
১৩: কাটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে।
১৪:বহুরূপে সমুখে তােমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেইজন সেবিছে ঈশ্বর।
১৫: প্রীতিহীন হৃদয় আর প্রত্যয়হীন কর্ম দুই-ই অসার্থক।
১৬: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
১৭: সুসময়ে অনেকেই বন্ধু বটে হয় অসময়ে হায় হায় কেউ কারাে নয়।
১৮: আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে।
১৯: ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
২০: স্বদেশের উপকারে নাই যার মন কে বলে মানুষ তারে? পশু সেই জন।
২১: যে সহে সে রহে।
২২: যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখ তাই পাইলেও পাইতে পার অমূল্য রতন।
২৩:শৈবাল দীঘিরে বলে উচ্চ করি শির লিখে রেখাে এক ফোঁটা দিলেম শিশির।
২৪: স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
Next Post Previous Post
2 Comments
  • nasima akther
    nasima akther ২৯ জুলাই, ২০২০ এ ৯:৪৪ PM

    এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু ভাবসম্প্রসারণ আনলে ভালো হতো।

  • তিমন দে
    তিমন দে ২৯ জুলাই, ২০২০ এ ১১:১০ PM

    এই তালিকার বাইরেও অনেক ভাব সম্প্রসারন আছে আমাদের সাইটে। এজন্য আপনি আপনার প্রয়োজনীয়টি খুজতে সার্চ বক্স ব্যাবহার করুন

Add Comment
comment url