নম্বর না বদলে অপারেটর পরিবর্তন বা এমএনপি এর বিস্তারিত আলোচনা

এম এন পি কি (what is MNP)? নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করার সিস্টেম-কেই বলা হয় এমএনপি (MNP).এটি মোবাইল নাম্বর পোর্টাবিলিটি ( Mobile Number Portability)- এর সংক্ষিপ্ত রুপ।

এর অর্থ হলো আপনি যদি গ্রামীণ সিম ব্যাবহার করেন কিন্তু গ্রামিনের নেটওয়ার্ক বা অন্যান্য সুযোগ সুবিধা আপনার ভালো না লাগে সেক্ষেত্রে আপনি অপারেটর বদলে কিন্তু নাম্বার না বদলে রবি সিমের বা অন্যান্য সিমের গ্রাহক হতে চান তাহলে আপনাকে MNP সুবিধা গ্রহণ করতে হবে। এর ফলে আপনি গ্রামীণ সিমের নম্বরেই রবির বা অন্য সকল সুযোগ সুবিধা পাবেন। এর ফলে আপনার সিমের নাম্বার পরিবর্তন হবে না।
MNP কি
এম এন পি বিস্তারিত
বর্তমানে বাংলাদেশসহ 72 টি দেশে এমএনপি সুবিধা চালু রয়েছে। যার ফলে গ্রাহকরা তাদের ইচ্ছামতো অপারেটরের নেটওয়ার্ক ব্যাবহার করতে পারেন কোন রকম সিমকার্ড না বদলে। তবে বাংলাদেশের এই সুবিধাটি 2019 সালের মাঝামাঝি সময়ে চালু হয়েছে। যার সুফল ভোtগ করছেন সাধারণ ব্যবহারকারীগণ।


নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন বা এমএনপি(MNP) সেবা গ্রহণ করতে গ্রাহককে কাস্টমার কেয়ার বা নিকটস্ত সিম রেজিস্ট্রেশন এর দোকানে গেলেই হবে।তবে অবশ্যই যার নামে সিম রেজিস্ট্রেশন করা সেই ব্যাক্তি এবং সঙ্গে তার ভোটার আইডি কার্ডের ফটোকপি নিতে হবে।

📎 রবি সিমের দরকারি সব কোড গুলো!

এবং তারাই আপনাকে আপনার নম্বর ঠিক রেখে অপারেটর বদল করে দিবে। তবে এক্ষেত্রে গ্রাহককে নির্ধারিত পরিমান ফি প্রদান করতে হবে।এর পাশাপাশি এমএনপি(MNP) করার পরে আবার অপারেটর পরিবর্তন করতে ৩ মাস (৯০ দিন) সময় অপেক্ষা করতে হবে। নির্ধারিত এই সময়ের পরে চাইলে আবার গ্রাহকগন অপারেটর পরিবর্তন করতে পারবেন।বা আগের অপারেটরের ফিরে যেতে পারবেন।

বিভিন্ন সিম কোম্পানি বিভিন্ন সময় এম এন পি অফার প্রদান করে।অপারেটরদের এমএনপি অফার গুলো ভিন্ন-ভিন্ন হয়ে থাকে।যেমন রবির এম এন পি অফার এক রকম অন্যদিকে এয়ারটেলের এক এরকম।
📎গ্রামিন সিমের সব কোড নম্বর!
এবং বিভিন্ন সময় এই অফার গুলো পরিবর্তিত হতে থাকে।

এ কারণে কারো এমএনপি সেবা গ্রহণ করা দরকার হলে বা এমএনপি করতে ইচ্ছুক হলে উক্ত সময়ে অফার গুলো চেক করে নেওয়াই হলো বুদ্ধিমানের কাজ কারণ এসব সময় সকল অফার থাকে না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url