বিজ্ঞাপন দেখে বা এডস ক্লিক করে অনলাইনে আয় কি হালাল নাকি হারাম উপার্জন

বিজ্ঞাপন দেখে টাকা আয় বা এড দেখে অনলাইনে টাকা আয় হারাম নাকি হালাল? এটি একটি প্রশ্ন হয়েই থাকে। কারণ আয় এর ক্ষেত্রে আমাদের অবশ্যই হালাল উপায় অবলম্বন করা জরুরী। কারণ এর ক্ষেত্রে কিছু ধর্মীয় বিধি-নিষেধ রয়েছে। এছাড়াও আরো কত গুলো বিষয় জড়িয়ে থাকে হায় হালাল হারাম সম্পর্কে। এবং আমাদের এই আয়ের ফলে কি অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি সেটাও দেখার একটি বিষয় আছে।
ফ্রিল্যান্সিং কি হালাল
আমি প্রথমে বলতে চাইছে এড দেখে টাকা আয় করা বা পিটিসি সাইটে কাজ করা একটি হারাম কাজ। তাহলে প্রশ্ন আসে কেন এটি হারাম। বা ধর্মীয় দৃষ্টিকোণ বাদই দিলাম এই অ্যাপস থেকে এড দেখে আয় করার ফলে আমরা কিভাবে মানুষের ক্ষতি করছি জেনে নেওয়া যাক।

পিটিসি অ্যাপ বা সাইট হলো এমন একটি মাধ্যম যেখানে এপ্স এর মালিক গুগল এডসেন্স বা বিভিন্ন এড নেটওয়ার্ক থেকে বিজ্ঞাপন সংগ্রহ করে এবং তাদের সাইটে প্রদর্শন করান। এখন যেহেতু এড কেউ ভিউ বা ক্লিক না করলে তার আয় হচ্ছে না। এবং তার এপ্সটিও কোন মানসম্মত না যাতে কেউ আগ্রহী হয়েই চালাবে। সেক্ষেত্রে এপ্স এর মালিক কিছু লোক কে হায়ার করে যারা এড দেখবে। এবং রেফারেল সিস্টেমের মাধ্যমে তারাও নতুন নতুন গ্রাহক যোগার করবে যারা এডস ক্লিকের কাজ করবে। এর ফলে খুব দ্রুত সময়ের মধ্যে নতুন অনেক এডস ক্লিকের লোক পেয়ে যাচ্ছে।

তাদের শর্ত হলো আপনি যদি দিনে ৫ টি এডস ক্লিক করেন তাহলে ১০ টাকা মোবাইল রিচার্জ পাবেন। বা ১০ টা ক্লিক করলে ২০ টাকা রিচার্জ পাবেন। সর্বনিম্ন ১০০ টাকা হলে তুলতে পারবেন। এখানে এপ্স এর মালিক বিনিয়োগ করলো ২০,০০০ টাকা। যেখানে যারা এডস ক্লিক করলো তাদের দেওয়া হবে এই টাকা। এই টাকা দিয়ে মনে করুন এপস এর মালিক ২ লক্ষ টাকার এডস ক্লিক করিয়ে নিল। মাস শেষে সে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ লক্ষ টাকা আয় করে নিলো। তার লাভ থাকলো ১,৮০,০০০ টাকা। আর এটাই হলো পিটিসি সাইট বা অ্যাপের মূল সূত্র।

ধরুন আপনি একটি নতুন ব্যবসায় শুরু করছেন এই ব্যবসা প্রসারের জন্য আপনি বিজ্ঞাপন প্রদান করলেন। এর জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হচ্ছে। বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এড নেটওয়ার্ক হচ্ছে গুগল এডসেন্স। এবং গুগোল এই বিজ্ঞাপন গুলো বিভিন্ন ওয়েব সাইট এবং ইউটিউবে দেখান এর মাধ্যমে আপনার কোম্পানি কাস্টমার জোগাড় করে দেবে। যার ফলে আপনার কাস্টমার বা ভোক্তা বৃদ্ধি পাচ্ছে। তবে আপনি যখন বিজ্ঞাপন প্রদান করলেন কিন্তু কাস্টমার পেলেন না তখন আপনার কেমন লাগবে? এবং এছাড়াও প্রত্যেক ব্যবসায়-ই মূলধন সীমিত এবং সীমাবদ্ধ থাকে।

মনে করুন আপনি মোট ৫০,০০০ টাকা খরচ করেছেন বিজ্ঞাপনের জন্য। এর ফলে ২০,০০০ সাম্ভব্য কাস্টমার আপনার সাইটে বা আসবে এর ভিতরে কিছু পরিমান লোক আপনার ব্যবসা সম্পর্কে জানবে। কিছু লোক আপনার পণ্য বা সেবা গ্রহণ করবে। যার ফলে আপনার এই খরচ বাদেও আরো কিছু টাকা লাভও হবে। সাথে সাথে আপনার ব্যবসায়ের নাম ছড়িয়ে পরবে। 

তাহলে যখন আপনি ব্যবসা প্রসারের জন্য বিজ্ঞাপন প্রদান করলেন কিন্তু প্রচার হলো না। কারন অনেকেই একটা এই পিটিসি সাইট বা অ্যাপ তৈরি করছে যেখানে আপনি এডস ক্লিক করানো হচ্ছে কাওকে দিয়ে সামান্য অর্থের বিনিময়ে। এবং গুগল হতে এপস এর মালিক টাকা নিয়ে নিলো! কিন্তু আপনার বিজ্ঞাপন যারা ক্লিক করলো তাদের আপনার বিজনেস সম্পর্কে কোন ধারনা, আগ্রহ বা প্রয়োজন কোনটাই নেই! আপনি ক্ষতিগ্রস্থ হলেন।

আপনার এই ক্ষতির জন্য কে দায়ি? যারা এডস ক্লিকের কাজ করছে তারা। আপনি যদি এডস ক্লিকের কাজ করেন তাহলে এই দায় আপনারও! কারন আপনি তার হলাল টাকা হারাপ পথে কাওকে কামাতে সাহায্য করেছেন। সামান্য মোবাইল রিচার্জ বা বিকাশে ১০০ টাকার বিনিময়ে। অনেক সময় দেখা যায় এডস কোম্পানি আপনাকে টাকা দিলো না। তাহলে আপনি তাকে ফ্রি-তেই হারাম কাজে সহযোগিতা করছেন।

আপনি তাহলে ছোট্ট উদাহরণটির মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারছেন বিজ্ঞাপন দেখে আয় করা কি হারাম নাকি হালাল। এবং যেহেতু অবশ্যই এর মাধ্যমে অন্য পক্ষ ক্ষতিগ্রস্ত হচ্ছে তাই এটি হারাম একটি কাজ বলে আমরা ধরে নিতে পারি!
Next Post Previous Post
4 Comments
  • Unknown
    Unknown ২৮ সেপ্টেম্বর, ২০২০ এ ৬:০৯ AM

    আচ্ছা যদি কোন ব্যক্তি সফটওয়্যার এর মাধ্যমে এড দেখে ইনকাম করে সেটা হারাম, তার কারণ উল্লেখ করেছেন সে ওই এড সম্পর্কিত তথ্য না জেনেই অন্যজনকে সে দিকে আগ্রহ করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট চালু করার পরে প্রত্যেকটা কাজে আমাদের সামনে বিভিন্ন ধরনের এড এসে থাকে, সেগুলো কিন্তু আমাদের এক বা দুই সেকেন্ড দেখতে হয় সেগুলোতো হারাম না,অনিচ্ছায় চলে আস বলে, ,তাহলে এগুলো ইচ্ছাধীন যেগুলা শুধু নিজে দেখতেছে কাউকে দেখার জন্য আগ্রহী করে না, সেগুলো কেন হারাম হবে?দয়া করে একটু বিশ্লেষণ করে জানাবেন

  • Unknown
    Unknown ২৮ সেপ্টেম্বর, ২০২০ এ ৬:১০ AM

    আচ্ছা যদি কোন ব্যক্তি সফটওয়্যার এর মাধ্যমে এড দেখে ইনকাম করে সেটা হারাম, তার কারণ উল্লেখ করেছেন সে ওই এড সম্পর্কিত তথ্য না জেনেই অন্যজনকে সে দিকে আগ্রহ করেছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ইন্টারনেট চালু করার পরে প্রত্যেকটা কাজে আমাদের সামনে বিভিন্ন ধরনের এড এসে থাকে, সেগুলো কিন্তু আমাদের এক বা দুই সেকেন্ড দেখতে হয় সেগুলোতো হারাম না,অনিচ্ছায় চলে আস বলে, ,তাহলে এগুলো ইচ্ছাধীন যেগুলা শুধু নিজে দেখতেছে কাউকে দেখার জন্য আগ্রহী করে না, সেগুলো কেন হারাম হবে?দয়া করে একটু বিশ্লেষণ করে জানাবেন

    • তিমন দে
      তিমন দে ২৮ সেপ্টেম্বর, ২০২০ এ ১:২২ PM

      এখানে আয়ের উদ্দেশ্য নিয়ে কোন এডস দেখা বা ক্লিক করা হারাম। কারন এটা কোন বৈধ আয়ের উপায় না। কিন্তু আপনি কোন এপস বা ওয়েবসাইট ভিজিট করার সময় যে এডস গুলো দেখেন এগুলো কোন হারাম না। কারন আপনি নিজের স্বার্থে এডস দেখছেন না৷ এবং তখন আপনি আপনার অপ্রয়োজনীয় এডস এ নিজের থেকে ক্লিক ও করেন না। এখানে বলা হয়েছে PTC করে আয় করা হারাম

  • Job details bangla
    Job details bangla ২৬ নভেম্বর, ২০২০ এ ১:৪৩ PM

    nice
    job in UK

Add Comment
comment url