ডোমেইন নেম সিস্টেম কি কাকে বলে এবং ডোমেইন সম্পর্কে বিস্তারিত তথ্য
ডােমেইন নেম কি কাকে বলে (What Is Domain Name System)?: "কোনাে ওয়েবসাইট বা ওয়েব পেইজ ভিজিট করতে হলে ব্রাউজারের অ্যাড্রেস বারে যে ঠিকানা লিখি সেটাকে বলা হয় ডােমেইন নেম।" যেমন : www.facebook.com, www.yahoo.com। আর যে পদ্ধতিতে ডােমেইন নেমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় DNS (Domain Name System)। তােমরা ইতােমধ্যে IP address সম্পর্কে জেনেছ। কিন্তু এই আইপি অ্যাড্রেস মনে রাখা খুবই কষ্টকর, তাই সেই আইপি অ্যাড্রেসের বিপরীতে একটি নাম ব্যবহার করা হয়। আর তাকেই ডােমেইন নেম বলা হয়। একটি ডােমেইনে নেম-এর ডট (.) এর পরের অংশটুকুকে TLD বা Top Level Domain বলে ।
এই TLD কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে যথা:
- জেনেরিক ডােমেইন (Generic Domain)
- কান্ট্রি ডােমেইন (Country Domain)
- .com - Commercial - বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
- .edu - Educational - শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
- .gov - Government - সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে.
- .int- International - আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
- .mil - মিলিটারি - সামরিক বাহিনীর ক্ষেত্রে।
- .net - Network - নেটওয়ার্কের ক্ষেত্রে।
- .org - Organization - সংগঠন বা অলাভজনক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
- .biz - Business - বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
- .info - Information -তথ্যসংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
- .ac - Accademic - শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে।
কান্ট্রি ডােমেইনের কয়েকটি উদাহরণ (কান্ট্রি লেবেল ডােমেইন - দেশের নাম) দেওয়া হলাে :
- .bd - Bangladesh
- .us - United States
- .uk - United Kingdom
- .au - Australia
- .jp - Japan
নিচে ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী সংস্থা গুলাের নাম উল্লেখ করা হলাে-
- ICANN (Internet Corporation for Assigned Name & Numbers)
- InterNIC (Internet Network Information Center)
- IANA (Inernet Assigned Number Authority)
আইপি অ্যাড্রেস এবং ইউআরএল-এর মধ্যে পার্থক্য :
- IP address এর পূর্ণরূপ Internet Protocol address.
- IP address এর ক্ষেত্রে DNS সার্ভারের প্রয়ােজন নেই।
- IP address হলাে একটি নির্দিষ্ট Location এর ঠিকানা।
- IP address একটি নির্দিষ্ট সংখ্যায় সীমিত।
★ ইউআরএল (URL):-
- URL এর পূর্ণরূপ Uniform Resource Locator.
- URL এর ক্ষেত্রে DNS সার্ভারের প্রয়ােজন আছে।
- URL হলাে একটি নির্দিষ্ট Location Protocol যা একটি নির্দিষ্ট রিসাের্সের সমন্বিত রূপ।
- URL কোনাে নির্দিষ্ট সংখ্যায় সীমিত নয়।