ভাবসম্প্রসারন: মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে

ভাবসম্প্রসারন: মঙ্গল করিবার শক্তিই ধন, বিলাস ধন নহে

মূলভাব : মানব কল্যাণে ব্যয়িত ধনই প্রকৃত ধন, বিলাসিতা বা অপ্রয়ােজনে ব্যয়িত ধন প্রকৃত ধন নয়।

ভাবসম্প্রসারন লাইব্রেরি

ভাব-সম্প্রসারণ: ধন-সম্পদ মহান আল্লাহ্ তা'আলার দান। আল্লাহ্ তা'আলা এ পৃথিবীতে মানবজাতি প্রেরণ করেছেন এবং তাদের জীবনকে আরামপ্রদ করে তােলার নিমিত্তে ধন-সম্পদ দান করেছেন। মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার তাগিদে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে। কিন্তু এর সার্বিক ব্যবহার না জানলে তা ধনী-গরিব সব ব্যক্তির জন্য এক মহা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। পৃথিবীর প্রায় অধিকাংশ ধনবান ব্যক্তিই বিলাসিতায় অর্থ ব্যয় করে থাকে। কিন্তু এ বৃহৎ সমাজ ও রাষ্ট্রের অগণিত আর্ত পীড়িত মানুষের মুখগুলাে তাদের দিকে চেয়ে থাকে একমুঠো অন্নের আশায়। অথচ অধিকাংশ ক্ষেত্রেই পরিলক্ষিত হয় যে, ধনীরা গরিবদেরকে সাহায্য করা তাে দূরের কথা অপমানিত করতেও দ্বিধাবােধ করে না। কিন্তু তারা জানে না, নিজ জীবনের কামনা-বাসনাকে বড় করে দেখে, আরাম আয়েশের দিকে লক্ষ্য রেখে যারা সম্পদের পাহাড় গড়ে, তারা প্রকৃত ধনে ধনী নয়। মূলত দরিদ্রের মুখে অন্ন তুলে দেওয়া তথা আর্তের মঙ্গল করার মাঝেই ধনের প্রকৃত ব্যবহার নিহিত। মানুষ ধনার্জন করে, ধনের পাহাড় গড়ে তােলে, কিন্তু ধনের প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে পারে না।
আল্লাহ পৃথিবীর সবাইকে ধনী বানান নি। এটি তার পরীক্ষা। ধনীদের যে অর্থ সম্পদ রয়েছে তাতে গরিবদেরও অধিকার রয়েছে। সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণিত আছে “তাদের ধন-সম্পদে প্রার্থী ও বঞ্চিত লােকদের হক বা অধিকার রয়েছে। সমাজের এতিম, অসহায়, পঙ্গ, সর্বহারাদের জন্য যে ধন ব্যয় হয় না, সে ধনের কোনাে মূল্য নেই। মঙ্গল সাধনে অর্থ ব্যয় করার মধ্যেই প্রকৃত গৌরব নিহিত। দুস্থ মানবতার সেবায় ও জ্ঞান-বিজ্ঞানের প্রসারতা সাধনে, ত্যাগের মঙ্গল সাধনে ধন-সম্পদ ব্যয় করা সবার একান্ত কর্তব্য। “যে ধন অন্যের মঙ্গলে ব্যয়িত না হয়ে কেবল বিলাসিতায় ব্যয়িত হয় সে ধনের কোনাে সার্থকতা নেই। নবী করীম (স) বলেছেন, যে নিজে তার পরিবারের সাথে আহার করে অথচ তার প্রতিবেশী পরিবার অভুক্ত থাকে, সে আমার উম্মত নয়।” বিচিত্র পৃথিবীর বৈচিত্র্যময় ভুবনে যারা ফুর্তিতে অর্থ ব্যয় করে, তাদের বিষাক্ত ছােবলে কলুষিত হয় সমাজ আর রাষ্ট্র। যদি অর্থ মানব কল্যাণে ব্যয়িত হয় তবেই তা হয় ধনের সঠিক মূল্যায়ন। তাই আল্লাহ প্রদত্ত ধনকে ব্যক্তিস্বার্থে নয়; বরং সমাজ আর রাষ্ট্রের স্বার্থে ব্যয় করাই একজন প্রকৃত ধনবান ব্যক্তির কর্তব্য।

মন্তব্য: ধন-সম্পদ বিলাসিতায় ব্যবহার না করে তা জনকল্যাণে ব্যবহার করা উচিত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url