ভাবসম্প্রসারন: সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়া

ভাবসম্প্রসারন: সুজনে সুযশ গায় কুযশ ঢাকিয়া, কুজনে কুরব করে সুরব নাশিয়া

মূলভাব : 'সু' এবং 'কু' একে অপরের বিপরীত। সাধারণ ভাবে সকল ভাললাকে ‘সু' বলা যায় এবং সকল খারাপকে ‘কু বলা যায়। অনুরূপ ভাবে সুজন ও কুজনের সম্পর্কও বিপরীত। আমাদের সমাজে এই দু’প্রকার লােকেরই অস্তিত্ব রয়েছে। সুজন লােক তারাই যারা অপরের দোষ-ত্রুটি গােপণ করে ভাললাদিক প্রচার করেন। অন্যদিকে, কুজন লােক অপরের ভালাে কাজ গােপন রেখে খারাপ কাজগুলাে প্রচার করে।

ভাবসম্প্রসারন লাইব্রেরি

ভাব-সম্প্রসারণ : আমাদের সমাজে বিচিত্র রকমের লােকের বসবাস। কোনাে ব্যক্তিকে চেনা যায় তার আচার-আচরণ, ব্যবহার, কথাবার্তা এবং কাজ-কর্মে। সমাজে সুজন লােকের সংখ্যা প্রকৃত ভাবে কম। সুজন ব্যক্তি সবসময় সমাজের ভালাের জন্য কাজ করে যান। অপরের কীভাবে কল্যাণ করা যায় সেই চিন্তায় তিনি নিজেকে ব্যস্ত রাখেন। সুজন ব্যাক্তি অপরের দোষ-ত্রুটি গােপন রাখেন, প্রচার করেন না। বরং খারাপ ব্যক্তির ভালাে কাজ গুলাে প্রচার ও প্রশংসা করে তাকে ভালাে কাজ করতে উৎসাহিত করেন। একে বলা যায় খারাপ ব্যক্তিকে সংশােধন করার একটি প্রয়াস। প্রকৃত পক্ষে সুজন ব্যক্তি নিজে ভালাে বলেই অপরের ভালাে কাজ দেখতে পারেন এবং অপরের সুন্দর মনের সন্ধান পান। অপর দিকে কুজন বা খারাপ চরিত্রের লােক অপরের ভালাে দেখতে পারে না। তারা নিজেরা শুধু খারাপ কাজ করেই ক্ষান্ত হয় বরং কীভাবে অন্যের ক্ষতি করা যায় সেই চিন্তায় মশগুল থাকে। সে অপরের ভালাে কাজের কথা গােপন রেখে ভালাে কাজকেও খারাপ বলে প্রচার করে। অন্যের চরিত্রের দুর্বল বা নেতিবাচক দিকটি খুঁজে বের করে তা প্রচার করে বেড়ানােই কুজনের কাজ। সে যেহেতু নিজে খারাপ প্রকৃতির তাই অপরের গুণ প্রত্যক্ষ করার তার কাজ নয়। অপরের দোষ ধরা বা ক্ষতি করাই তার ধর্ম। বর্তমান সমাজে কুজনের সংখ্যাগরিষ্ঠতাই বেশি।

ফলে বর্তমান সমাজে এত বিশৃঙ্খলা চোখে পড়ে। সমাজকে তারা অনিবার্য বিপদের দিকে প্রত্যহ ঠেলে দিচ্ছে। সুজন বা মহৎ ব্যক্তিগণ যেখানে সমাজের উন্নয়নকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানে কুজন বা খারাপ চরিত্রের লােকেরা উন্নয়নের অগ্রযাত্রাকে পেছন থেকে টেনে ধরছেন।

মন্তব্য: সমাজে ভালাে ও মন্দ উভয় শ্রেণির লোকই বাস করে। দুর্জন বিদ্বানকে চিহ্নিত করে আমরা যেমন তাদের সংস্পর্শ থেকে দূরে থাকি তেমনি সুজন ও কুজনকে আমাদের চিহ্নিত করতে হবে এবং কুজনকে পরিত্যাগ করতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url