গেস্ট পোস্ট কি এবং কেন করবেন গেস্ট পোস্টিং
আমাদের মাঝে অনেকেই আছেন যারা ব্লগ লেখালেখি করেন। এদের মাঝে অনেকের নিজস্ব ব্লগ বা ওয়েবসাইট আছে আবার অনেকের নেই। কেউ শখে লেখালেখি করেন আবার কারোর জন্য এটি পেশা। যাই হোক আমরা আজ আলোচনা করবো লেখালেখির একটি বিষয় গেস্ট পোস্ট (guest post) বা গেস্ট পোস্টিং (guest posting) নিয়ে। আমরা আজ জানবো গেস্ট পোস্টিং কি বা গেস্ট পোস্ট করার মূল কারন গুলো সম্পর্কে।
গেস্ট পোস্ট কি (What Is guest post)? যখন আমরা নিজের ব্লগ বা অন্য কারো ব্লগে লেখালেখি করি তখন তাকে গেস্ট পোস্ট বা গেস্ট পোস্টিং (guest posting) বলা হয়। এক কথায় গেস্ট পোস্ট হলো অতিথি লেখক হিসেবে কোন সাইটে লেখালেখি করার কাজ করা। আপনি যখন এই কাজটি করবেন তখন আপনাকে বলা হবে অতিথি লেখক বা গেস্ট রাইটার (guest writer).
কেন গেস্ট পোস্টিং বা গেস্ট ব্লগিং করা হয়? গেস্ট ব্লগিং করার অনেক গুলো কারন থাকতে পারে। যেমন লেখালেখি করার শখ থেকে বা নিজের লেখালেখির মাধ্যমে নিজেকে পরিচিত করে তোলার এক অনন্য মাধ্যম হচ্ছে এই গেস্ট ব্লগিং (guest blogging) কারন এর ফলে হাজার হাজার মানুষ আপনার লেখা পড়বে এবং আপনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যাইহোক জনপ্রিয়তা লাভের কথা তো জানতে পারলাম তবে কি শুধু এই নিজের লেখা সকলে মাঝে তুলে ধরার জন্যই গেস্ট রাইটিং করে সবাই বা বিভিন্ন ফোরাম বা সাইটে অতিথি লেখক হিসেবে যোগদান করে? না! এর পিছনে আরো অনেক কারন রয়েছে। যার কারনেই গেস্ট ব্লগিং এতোটা জনপ্রিয়!
অর্থ উপার্জন - গেস্ট ব্লগিং হতে পারে আপনার অর্থ উপার্জনের একটি অন্যতম মাধ্যম। এমন অনেক সাইট রয়েছে যেখানে আপনি অতিথি লেখকের কাজ করলে তারা আপনার লেখার বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে। তবে অনলাইনে গেস্ট পোস্টিং নিয়ে সর্বাধিক জনপ্রিয় যে কারনটি রয়েছে সেটি সম্পুর্ন ভিন্ন। এবং এটিই হচ্ছে আমাদের প্রধান আলোচ্য বিষয়।
গেস্ট ব্লগিং করার অন্যতম গুরুত্বপূর্ণ কারন- গেস্ট পোস্টিং করার অন্যতম গুরুত্বপূর্ণ কারন হলো নিজের ব্লগ বা ওয়েবসাইট-কে সকলের মধ্যে পরিচিত করে তোলা এবং সাইট বা ব্লগের অথোরিটি বৃদ্ধি করা।
ব্লগ বা ওয়েবসাইটের প্রধান ট্রাফিক সোর্স হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন ( Google Search Engine) এবং গুগল তার সার্চ রেজাল্টে আপনার সাইটের পোস্ট এমনি এমনি প্রথমে দেখাবে না। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ কাঠ খড় পোড়াতে হবে তবেই আপনার অভিসন্ধি পূর্ন হবে। এবং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ব্লগ বা সাইটের অথোরিটি বৃদ্ধি করা। গুগল একটি সাইটকে কতটা গুরুত্ব দিবে তা নির্বাচন করে সাইটটি কতটা গুরুত্বপূর্ন এবং এটি কতগুলো গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক ওয়েব সাইটের সাথে যুক্ত রয়েছে। আর এই ভিন্ন সাইটের সাথে যুক্ত করার-ই অন্যতম মাধ্যম হচ্ছে গেস্ট পোস্টিং (guest posting).
আসলে গেস্ট পোস্ট করার মাধ্যমে হাই কোয়ালিটি ডু-ফলো ব্যাকলিংক (Do-flow Backlink) পাওয়া সম্ভব। গুগল একটি সাইটকে র্যাংক দিয়ে থাকে এই ব্যাকলিংক পর্যালোচনার মাধ্যমে। এবং এই কথাটি কতটা সত্যি তা আমরা খুব সহজেই বুঝতে পারি গুগলের প্রথম নাম শুনলেই। গুগলের প্রথম নাম ছিল "ব্যাকরাব" এর মাধ্যমে এটাই প্রমানিত হয় যে গুগল একটি সাইটের জন্য ব্যাকলিংককে কতটা গুরুত্ব দিয়ে থাকে।
কিন্তু অন্যের সাইটে কি আপনার সাইটের জন্য এমনি এমনি ব্যাকলিংক দিবে? না অবশ্যই দিবে না৷ কারন এতে তার কোন স্বার্থ নেই তার। তবে আপনি তাদের সাইট থেকে ব্যাকলিংক পেতে পারেন গেস্ট পোস্ট করার মাধ্যমে। এবং আমাদের সকলেরই জানা উচিত যে, গেস্ট পোস্টের মাধ্যমে সবচাইতে হাই কোয়ালিটি ব্যাকলিংক (High Quality Backlink) পাওয়া সম্ভব। এবং এটি অবশ্যই আপনার সাইটের অথোরিটি এবং ট্রাফিক দুটোই বৃদ্ধিতে সহায়তা করে।
তবে গেস্ট পোস্টের মাধ্যমে হাই কোয়ালিটি ব্যাকলিংক পেতে হলে আপনাকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, রিলেটেড সাইটে গেস্ট পোস্ট করুন, এবং যে সাইটে পোস্ট করবেন তার অথোরিটির দিকে খেয়াল রাখতে হবে ডোমেইন অথোরিটি (DA) পেইজ অথোরিটি (PA) অবশ্যই দেখে নেওয়া উচিত। যতবেশি অথোরিটি সম্পন্ন সাইটে গেস্ট পোস্ট করবেন ব্যাকলিংক ততোটাই গুরুত্ব বহন করবে এবং দ্রুত আপনার সাইটটি র্যাংক করবে।
কিভাবে গেস্ট পোস্ট করার সাইট খুঁজে বের করবেন? যারা গেস্ট পোস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ভিতরে একটি কমন সমস্যা দেখা যায় যা হলো গেস্ট পোস্ট করার সাইট খুঁজে বের করা। এক্ষেত্রে আপনি সহজ একটি উপায় অবলম্বন করতে পারেন, প্রথমে আপরার সাইটটি যে বিষয়ে সে সম্পর্কিত সাইট খুজে বের করুন। এরপরে সাইটের অথোরিটি দেখুন এবং যদি মনে করেন সাইটটি উপযুক্ত তাহলে সাইটটির এডমিনের সঙ্গে যোগাযোগ করুন। অনেক সাইটে পোস্ট করার জন্য অথোর সাইন আপ করার সুবিধা রয়েছে। যেখানে সাইন আপ করে আপনি পোস্ট সাবমিট করতে পারেন। অথবা, যদি অথোর হিসেবে যুক্ত হওয়ার কোন অপশন নেই তাহলে কন্টাক্ট ( Contact) ফর্ম হতে যোগাযোগ করতে পারেন।
এছাড়াও আরও বিভিন্ন সুযোগ সৃষ্টি হতে পারে এই গেস্ট ব্লগিংয়ের মাধ্যমে। যেমন আপনার নতুন নতুন রাইটারের সঙ্গে যোগাযোগ হবে। সেই সাইটের লেখকরা আপনার লেখা সম্পর্কে ধারনা অর্জন করতে পারবে। এবং তাদের লেখা ভাল লাগলে সরাসরি তারা আপনার সাইটে ভিজিট করবে। এবং তারা এক সময় আপনার ব্লগের নিয়মিত ভিজিটরে রুপান্তর হতে পারে৷ এবং তারা আপনার ব্লগ অন্যদের মাঝে পরিচিত করে তুলবে।
অর্থ উপার্জন - গেস্ট ব্লগিং হতে পারে আপনার অর্থ উপার্জনের একটি অন্যতম মাধ্যম। এমন অনেক সাইট রয়েছে যেখানে আপনি অতিথি লেখকের কাজ করলে তারা আপনার লেখার বিনিময়ে আপনাকে অর্থ প্রদান করবে। তবে অনলাইনে গেস্ট পোস্টিং নিয়ে সর্বাধিক জনপ্রিয় যে কারনটি রয়েছে সেটি সম্পুর্ন ভিন্ন। এবং এটিই হচ্ছে আমাদের প্রধান আলোচ্য বিষয়।
গেস্ট ব্লগিং করার অন্যতম গুরুত্বপূর্ণ কারন- গেস্ট পোস্টিং করার অন্যতম গুরুত্বপূর্ণ কারন হলো নিজের ব্লগ বা ওয়েবসাইট-কে সকলের মধ্যে পরিচিত করে তোলা এবং সাইট বা ব্লগের অথোরিটি বৃদ্ধি করা।
ব্লগ বা ওয়েবসাইটের প্রধান ট্রাফিক সোর্স হচ্ছে গুগল সার্চ ইঞ্জিন ( Google Search Engine) এবং গুগল তার সার্চ রেজাল্টে আপনার সাইটের পোস্ট এমনি এমনি প্রথমে দেখাবে না। এর জন্য আপনাকে প্রচুর পরিমাণ কাঠ খড় পোড়াতে হবে তবেই আপনার অভিসন্ধি পূর্ন হবে। এবং এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ব্লগ বা সাইটের অথোরিটি বৃদ্ধি করা। গুগল একটি সাইটকে কতটা গুরুত্ব দিবে তা নির্বাচন করে সাইটটি কতটা গুরুত্বপূর্ন এবং এটি কতগুলো গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক ওয়েব সাইটের সাথে যুক্ত রয়েছে। আর এই ভিন্ন সাইটের সাথে যুক্ত করার-ই অন্যতম মাধ্যম হচ্ছে গেস্ট পোস্টিং (guest posting).
আসলে গেস্ট পোস্ট করার মাধ্যমে হাই কোয়ালিটি ডু-ফলো ব্যাকলিংক (Do-flow Backlink) পাওয়া সম্ভব। গুগল একটি সাইটকে র্যাংক দিয়ে থাকে এই ব্যাকলিংক পর্যালোচনার মাধ্যমে। এবং এই কথাটি কতটা সত্যি তা আমরা খুব সহজেই বুঝতে পারি গুগলের প্রথম নাম শুনলেই। গুগলের প্রথম নাম ছিল "ব্যাকরাব" এর মাধ্যমে এটাই প্রমানিত হয় যে গুগল একটি সাইটের জন্য ব্যাকলিংককে কতটা গুরুত্ব দিয়ে থাকে।
তবে গেস্ট পোস্টের মাধ্যমে হাই কোয়ালিটি ব্যাকলিংক পেতে হলে আপনাকে কতগুলো বিষয় খেয়াল রাখতে হবে। যেমন, রিলেটেড সাইটে গেস্ট পোস্ট করুন, এবং যে সাইটে পোস্ট করবেন তার অথোরিটির দিকে খেয়াল রাখতে হবে ডোমেইন অথোরিটি (DA) পেইজ অথোরিটি (PA) অবশ্যই দেখে নেওয়া উচিত। যতবেশি অথোরিটি সম্পন্ন সাইটে গেস্ট পোস্ট করবেন ব্যাকলিংক ততোটাই গুরুত্ব বহন করবে এবং দ্রুত আপনার সাইটটি র্যাংক করবে।
কিভাবে গেস্ট পোস্ট করার সাইট খুঁজে বের করবেন? যারা গেস্ট পোস্ট করার সিদ্ধান্ত গ্রহণ করেন তাদের ভিতরে একটি কমন সমস্যা দেখা যায় যা হলো গেস্ট পোস্ট করার সাইট খুঁজে বের করা। এক্ষেত্রে আপনি সহজ একটি উপায় অবলম্বন করতে পারেন, প্রথমে আপরার সাইটটি যে বিষয়ে সে সম্পর্কিত সাইট খুজে বের করুন। এরপরে সাইটের অথোরিটি দেখুন এবং যদি মনে করেন সাইটটি উপযুক্ত তাহলে সাইটটির এডমিনের সঙ্গে যোগাযোগ করুন। অনেক সাইটে পোস্ট করার জন্য অথোর সাইন আপ করার সুবিধা রয়েছে। যেখানে সাইন আপ করে আপনি পোস্ট সাবমিট করতে পারেন। অথবা, যদি অথোর হিসেবে যুক্ত হওয়ার কোন অপশন নেই তাহলে কন্টাক্ট ( Contact) ফর্ম হতে যোগাযোগ করতে পারেন।
Nice post.informative and useful.
Thanks For Your Comment!