ভাবসম্প্রসারন: লােভে পাপ, পাপে মৃত্যু
ভাবসম্প্রসারন: লােভে পাপ, পাপে মৃত্যু।
মূলভাব: লােভ মানুষকে পাপ পথে পরিচালিত করে আর পাপ মানুষকে ধবংস বা মৃত্যুর মুখে ঠেলে দেয়।
ভাব-সম্প্রসারণ : মানুষের ছয়টি রিপুর মধ্যে ভয়ানক রিপু হচ্ছে লােভ। লােভ চরিত্রের এক দুর্দমনীয় কু-প্রবৃত্তি। লােভী মানুষ পশুর সমান । পশুরা যেমন যে কোনাে কাজ করতে পারে তেমনি লােভী মানুষ স্বীয় স্বার্থের জন্য হেন কাজ নেই যা করতে পারে না। মানুষ যখন লােভের পথে পা বাড়ায় তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। প্রতিটি মানুষের মধ্যেই কম-বেশি লােভ আছে। কিন্তু সবারই উচিত লােভকে সম্বরণ করা। কারণ লােভ মানুষকে পাপ পথে টেনে নেয়; অন্যায় কাজে লিপ্ত করায় । জীবনে তখন নেমে আসে চরম দুঃখ-দুর্দশা । আমাদের জগৎ-জীবনের সর্বত্রই রয়েছে লােভের হাতছানি। অর্থ-বিত্ত, খ্যাতি ও প্রতিষ্ঠা, ক্ষমতা প্রভৃতির প্রতি মানুষের রয়েছে অদম্য লােভ। লােভী মানুষ কখনাে পরিণতি ভেবে দেখে না। অন্ধের মতাে অন্যায় কাজে লিপ্ত হয়। নিজের সামান্য স্বার্থ উদ্ধার করতে গিয়ে তারা অন্যের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে।
মন্তব্য : জীবনকে সুন্দর ও সার্থক করতে চাইলে লােভ বর্জন করতে হবে। লােভ না করলে পাপের ভয় থাকবে না। পাপ না থাকলে পতনের বা ধ্বংসেরও ভয় থাকবে না। তখনই মিলবে প্রকৃত সুখের সন্ধান।
Vhalo