ব্যবসায় ধারনা (Business Concept) সম্পর্কে গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর

ব্যবসায় পরিচিতি অনার্স ১ম বর্ষ হতে ব্যবসায় ধারনা (Business Concept) সম্পর্কে গুরুত্বপূর্ন সংক্ষিপ্ত  প্রশ্ন এবং উত্তর।

১. ব্যবসায় (Business) কি?

উত্তর: বৈধ উপায়ে অর্থ তথা মুনাফা উপার্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য ও সেবা-কর্মাদির উৎপাদন, বণ্টন ও এর সহায়ক যাবতীয় কার্যাবলি বা কর্মপ্রচেষ্টাকে ব্যবসায় বলে।


২. ইংরেজি Business শব্দের আক্ষরিক অর্থ কি?

উত্তর: Being busy বা ব্যস্ত থাকা।


৩. ব্যবসায়ের ৫টি ব্যক্তিক উদ্দেশ্য লিখ।

উত্তর:

১. ব্যক্তিগত স্বার্থরক্ষা (Maintaining individual interest)

২. আয় ও সম্পদ বৃদ্ধি (Increasing income and resources)

৩. সামাজিক প্রভাব-প্রতিপত্তি লাভ (Attaining social status and influences)

৪. রাজনৈতিক প্রভাব বৃদ্ধি (Increasing political influence)

৫. আত্ম-কর্মসংস্থান (Self-employment)


৪. শিল্প (Industry) কি?

উত্তর: প্রকৃতি প্রদত্ত সম্পদ সংগ্রহ করে উপযােগ সৃষ্টির মাধ্যমে মানুষের ব্যবহার উপযােগী করে দ্রব্য উৎপাদনের প্রক্রিয়াকে শিল্প বলে।


৫. নিষ্কাশন শিল্প (Extractive industry) কি?

উত্তর: উত্তোলন বা নিষ্কাষন প্রক্রিয়ার মাধ্যমে প্রাকৃতিক সম্পদ আহরণের কার্যক্রম যে শিল্পের মাধ্যমে সংঘটিত হয়। তাকে নিষ্কাশন শিল্প বলে। যেমন- খনিজ পদার্থ উত্তোলন, কৃষিকাজ, মৎস্য আহরণ, জঙ্গল থেকে কাঠ সংগ্রহ, পশু শিকার

প্রভৃতি। এসব সম্পদ আহরণ ও স্থানান্তরের মাধ্যমে মানুষের ব্যবহারােপযােগী করে উপযােগিতা সৃষ্টি করা হয়।


৬. প্রজনন শিল্প (Genetic industry) কি?

উত্তর: মানুষের ভােগের উপযােগী পণ্য সৃষ্টি করার শিল্প যা পুনরায় সৃষ্টির কাজে ব্যবহৃত হয় তাকে প্রজনন শিল্প বলে। যেমন- গবাদিপশু প্রজনন, হাঁস-মুরগির খামার, শস্যের বীজ উৎপাদন, নার্সারি চারা উৎপাদন প্রভৃতি।


৭. নির্মাণ শিল্প (Construction industry) কি?

উত্তর: প্রক্রিয়াজাত, কাঁচামাল ও শ্রমের সাহায্যে রাস্তাঘাট, দালানকোঠা, বাঁধ, সেতু, রেলপথ ইত্যাদি নির্মাণ কার্যে নিয়ােজিত শিল্পকে নির্মাণ শিল্প বলে। প্রকৌশলী ও স্থাপত্য সংস্থা, ঠিকাদারি সংস্থা ইত্যাদি এরূপ শিল্পের উদাহরণ।


৮. সেবা পরিবেশন শিল্প (Service industry) কি?

উত্তর: জনহিতকর কার্যে নিয়ােজিত থেকে যে শিল্প সাধারণ জনগণের জীবনযাত্রা পরিচালনায় সচ্ছন্দে, আনয়নের ব্যবস্থা করে তাকে সেবা পরিবেশন শিল্প বলে। যেমন- বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ, ব্যাংক, বীমা, পরিবহন প্রভৃতি গণমানুষের কল্যাণে সেবা সরবরাহ করে।


৯. বাণিজ্য (Commerce) কি?

উত্তর: উৎপাদিত পণ্যদ্রব্য ও সেবাদি ক্রেতা ও ভােগকারীদের নিকট পৌছানাের নিমিত্তে পণ্য বণ্টন পথের প্রতিবন্ধকতা বা বাধাসমূহ দূরীকরণ সংক্রান্ত বতীয় সহায়ক কার্যাবলিকে বাণিজ্য বলে।


১০. পণ্য বিনিময় কি?

উত্তর: পণ্য বিনিময় বাণিজ্যের একটি শাখা।মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্যদ্রব্য উৎপাদনকারীদের নিকট হতে ক্রয় করে ভােগকারীদের নিকট বিক্রয় করার কার্যাদিকে পণ্য বিনিময় বা Trade বলে ।


১১. পণ্য বিনিময় কত প্রকার ও কি কি?

উত্তর: পণ্য বিনিময়কে আবার দুটি ভাগে ভাগ করা হয়। যথা :

ক)অভ্যন্তরীণ বাণিজ্য (Home trade)

খ)বৈদেশিক বাণিজ্য (Foreign trade)


১২. অভ্যন্তরীণ বাণিজ্য (Home trade) কি?

উত্তর: কোন দেশের অভ্যন্তরে পণ্যসামগ্রী ক্রয়-বিক্রয় কার্য সম্পাদিত হলে তাকে অভ্যন্তরীণ বাণিজ্য বলে।


১৩. অভ্যন্তরীণ বাণিজ্য কত প্রকার ও কি কি?

উত্তর: অভ্যন্তরীণ বাণিজ্য আবার দু'প্রকার। যথা:

i. পাইকারি ব্যবসায় (Wholesale trade)

ii. খুচরা ব্যবসায় (Retail trade)


১৪. পাইকারি ব্যবসায় কি?

উত্তর: উৎপাদনকারী বা আমদানিকারকের নিকট হতে অধিক পরিমাণে পণ্যসামগ্রী একত্রে ক্রয় করে তা খুচরা ব্যবসায়ীদের নিকট বিক্রয় করাকে পাইকারি ব্যবসায় বলে।


১৫. খুচরা ব্যবসায় কি?

উত্তর: পাইকারী ব্যবসায়ির নিকট থেকে পণ্য সামগ্রী একত্রে ক্রয় করে সরাসরি ভােক্তা বা ক্রেতার নিকট বিক্রয় করাকে খুচরা ব্যবসায় বলে।


১৬. বৈদেশিক বাণিজ্য বলতে কি বুঝ?

উত্তর: এক দেশের সাথে অন্য দেশের বা এক দেশের ব্যবসায়ির সাথে অন্যদেশের ব্যবসায়ীর যে পণ্যসামগ্রী ক্রয়- বিক্রয় সম্পাদিত হয় তাকে বৈদেশিক বাণিজ্য বলে।


১৭. বৈদেশিক বাণিজ্য কত প্রকার ও কি কি?

উত্তর: বৈদেশিক বাণিজ্য তিন প্রকার। যথা : i. আমদানি (Import) ii. রপ্তানি (Export) ও iii. পুনঃরপ্তানি (Re-export)


১৮. ব্যবসায় পরিবেশ কি?

উত্তর: যে সব পারিপার্শ্বিক অবস্থা, পক্ষ বা ব্যক্তি সমূহ প্রত্যক্ষ বা পরােক্ষভাবে মানুষের জীবন ও জীবিকা তথা ব্যবসায় প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উপর অনুকূল বা প্রতিকূল প্রভাব ফেলে তাকে ব্যবসায়িক পরিবেশ বলে।


১৯. ব্যবসায় পরিবেশগত উপাদানসমূহ কি কি?

উত্তর: ব্যবসায় পরিবেশগত উপাদানসমূহ হলাে নিম্নরূপ :

ক, প্রাকৃতিক ভৌগােলিক পরিবেশ।

খ, অর্থনৈতিক পরিবেশ।

গ, সামাজিক-সাংস্কৃতিক পরিবেশ।

ঘ, রাজনৈতিক পরিবেশ;

ঙ, প্রযুক্তিগত বা কারিগরি পরিবেশ।

চ, আইনগত পরিবেশ।


২০. প্রাকৃতিক বা ভৌগােলিক পরিবেশের উপাদানগুলাে কি কি?

উত্তর: প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলাে হলাে:

ক, ভৌগােলিক অবস্থান ও আয়তন।

খ, ভূ-প্রকৃতি।

গ, জলবায়ু।

ঘ, মৃত্তিকা।

ঙ. নদ-নদী।

চ, সমুদ্র সৈকত রেখা।

ছ, স্বাভাবিক উদ্ভিদ।

জ, জীবজন্তু।

ঝ, জনসংখ্যা ও জনবসতি এবং

ঞ, খনিজ সম্পদ প্রধান।


২১. অর্থনৈতিক পরিবেশ (Economic environment) কি?

উত্তর: দেশের উৎপাদন, বণ্টন, ভােগ, বিনিয়ােগ, সঞ্চয়, আয়-ব্যয় ইত্যাদি বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম সামগ্রিক ভাবে ব্যবসায় বাণিজ্যে যে প্রভাব ফেলে তাকে অর্থনৈতিক পরিবেশ বলে।


২২. অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলাে কি কি?

উত্তর: অর্থনৈতিক পরিবেশের উপাদানগুলাে হলাে :

ক, সঞ্চয় ও বিনিয়ােগ।

খ, অর্থ ব্যবস্থা।

গ, ঋণ ব্যবস্থা।

ঘ, পুঁজি বা মূলধনের যােগান।

ঙ, আর্থিক প্রতিষ্ঠানসমূহ।

চ, পরিবহন ব্যবস্থা।

ছ, প্রাথমিক শিল্প।

জ, জাতীয় আয়।

ঝ, শ্রম ও মানবসম্পদ ইত্যাদি।


২৩. আন্তর্জাতিক পরিবেশ কি?

উত্তর: একটি দেশের ব্যবসায় প্রতিষ্ঠানসমূহ অন্যান্য দেশের ব্যবসায়ী কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত হওয়ার যে পারিপার্শ্বিক অবস্থা তাকে আন্তর্জাতিক পরিবেশ বলে।


২৪. ব্যবসায়ের আয়তন বলতে কি বুঝ?

উত্তর: প্রতিষ্ঠানের কার্য পরিধি, বিনিয়ােগকৃত মূলধনের পরিমাণ, কর্মরত শ্রমিকের সংখ্যা, পণ্য উৎপাদনের পরিমাণ, বাজার, ব্যবহৃত প্রযুক্তি ও যন্ত্রপাতির সংখ্যা ইত্যাদি বিষয় বিবেচনা পূর্বক যে পরিসর নির্ণিত হয় তাকেই ব্যবসায়ের আয়তন বা যায়।


২৫. ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন কত প্রকার ও কি কি?

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানের আয়তন মূলত তিন শ্রেণীর হয়ে থাকে; যথা : ক, ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান, খ, মাঝারি আয়তন এবং গ, বৃহদায়তন প্রতিষ্ঠান।


২৬. ব্যবসায় প্রতিষ্ঠানের কাম্য আয়তন বলতে কি বুঝ?

উত্তর: প্রতিষ্ঠান সম্প্রসারণের যে পর্যায়ে বা যে আয়তনে মিতব্যয়িতা ও দক্ষতার সাথে সবচেয়ে কম ব্যয়ে পণ্য উৎপাদন করে বিনিয়ােগকৃত মূলধন অনুপাতে সর্বাধিক মুনাফা অর্জিত হয় তাকে ব্যবসায় প্রতিষ্ঠানের কাম্য আয়তন বলে।


২৭. ক্ষুদ্র ব্যবসায় কি?

উত্তর: ক্ষুদ্র ব্যবসায় বলতে সেসব ব্যবসায়কে বুঝানাে হয়, যা স্থানীয় মালিকানায় পরিচালিত এবং যেখানে একটি মাত্র কারখানায় খুব স্বল্পসংখ্যক কর্মী কাজে নিয়ােজিত থাকে।


২৮. ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে কি বুঝ?

উত্তর: ক্ষুদ্র ও কুটির শিল্প বলতে এরূপ শিল্পকে বােঝায় যার কর্মী, বাজার, কার্যক্ষেত্র, প্রযুক্তি ও সীমিত পুঁজি থাকে এবং যা স্বাধীন মালিকানা ও ব্যবস্থাপনায় ক্ষুদ্র পরিসর এবং সীমিত ছাদের নিচে তথা কুটিরের পরিচালিত হয়।


২৯. ক্ষুদ্র ব্যবসায় টিকে থাকার কারণ কি?

উত্তর: ক্ষুদ্র ব্যবসায় টিকে থাকার কারণগুলাে হচ্ছে নিম্নরূপ :

১. ক্ষুদ্রায়তনের ব্যবসায় সহজেই গঠন করা যায়। আইনের কঠোরতা এতে নেই।

২. ক্ষুদ্রায়তন ব্যবসায়ে ঝুঁকি সাধারণত কম।

৩. এরূপ ব্যবসায়ে একজনই মালিক এবং

৪. যে সকল পণ্যসামগ্রীর চাহিদা স্থানীয়ভাবে সীমাবদ্ধ সে সকল পণ্যের ব্যবসায় সাধারণত একক মালিকানা ব্যবসায় হিসেবে ক্ষুদ্রায়তনে স্থাপিত ও পরিচালিত হয়।


৩০. বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান কাকে বলে?

উত্তর: যে প্রতিষ্ঠানে অধিক পরিমাণে মূলধন বিনিয়ােগ করে ন্যূনতম ব্যয়ে ব্যাপক উৎপাদন ও বণ্টন করা সম্ভব হয় তাকে বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠান বলে।


৩১. ব্যবসায়ের অবস্থান বলতে কি বুঝায়?

উত্তর: ব্যবসায় প্রতিষ্ঠানটি যে স্থানে অবস্থিত তাকে ব্যবসায়ের অবস্থান বলা হয়। অন্য কথায় কোন একটি বিশেষ স্থানে ব্যবসায়ের স্থানীয়করণ হওয়াকে ব্যবসায়ের অবস্থান বলা হয়। (সাধারণত কোন একটি সুবিধাজনক স্থানে ব্যবসায় গড়ে উঠে। তবে যে সকল স্থানে ব্যবসায়ের অনুকূল অবস্থা বিদ্যমান সেখানেই ব্যবসায় প্রতিষ্ঠান গড়ে উঠতে দেখা যায়।)


৩২. ব্যবসায়ের অবস্থান কয় ধরনের ও কি কি?

উত্তর: ব্যবসায়ের অবস্থান বিভিন্ন ধরনের হলেও এর প্রকৃতি, বৈশিষ্ট্য, ভৌগােলিক অবস্থান, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সুযােগ-সুবিধা প্রভৃতির ভিত্তিতে এ অবস্থানকে নিম্নোক্ত তিনভাবে বিভক্ত করা যায় :

১. শহরাঞ্চল (Urban area)

২. গ্রামাঞ্চল (Village area)

৩. শিল্পাঞ্চল (Industrial area)


৩৩. শিল্পাঞ্চল কি?

উত্তর: নির্দিষ্ট পরিকল্পনা মােতাবেক কোন নির্দিষ্ট স্থানে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠান গড়ে ওঠলে উক্ত স্থানকে শিল্প এলাকা বা শিল্পাঞ্চল বলে ।


৩৪. ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ?

উত্তর: সমাজস্বীকৃত নিয়ম-কানুন এবং সমাজে গ্রহণযােগ্য কার্যকলাপ মেনে চলে ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনা করাকে ব্যবসায়ের সামাজিক দায়িত্ব বলে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url