ভাব সম্প্রসারণ: আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর।
ভাব সম্প্রসারণ: আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মােরে করেছে পর।
মূলভাব: অসাধারণ প্রীতি ও অকুণ্ঠ ভালােবাসা দিয়ে সব মানুষের হৃদয় জয় করতে পারাই সত্যিকার মনুষ্যত্ব।
সম্প্রসারিত ভাব: সহনশীলতা, মমতা ও ভালােবাসা মানুষকে মহৎ করে। মানুষের মাঝে মনুষ্যত্ববােধ জাগ্রত করে। সহানুভূতিশীল হয়ে মানুষের উপকার করার মধ্যেই সত্যিকারের মনুষ্যত্ব প্রকাশিত। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসা পরিহার করে চলাই বুদ্ধিমানের কাজ। কবির দুর্বলতার সুযােগে অনেকেই তাকে ব্যথা দিয়েছে। সে কবির প্রিয়জনকে কেড়ে নিয়ে কবির হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। কিন্তু কবি কোনাে বিরূপ প্রতিক্রিয়া না করে তাকে আপন করে পাওয়ার জন্য ব্রতী হয়েছেন। যে যেভাবেই তার প্রতি শত্রুতা করতে প্রয়াসী হােক না কেন, প্রতিদানে তিনি দেবেন মমতা ও ভালােবাসা, ধারণ করবেন অসীম সহনশীলতা। কেউ যদি কবির ঘর ভেঙে দেয়, তাকে ঘর ছাড়া করে, প্রতিদানে তিনি তার ঘর বাঁধার কাজে ব্রতী হবেন। তাকে আপন করে পাওয়ার জন্য পথে পথে ঘুরবেন। কেউ যদি তার ক্ষতি করে, তার প্রতি নিষ্ঠুর আচরণ করে কিংবা কঠিন আঘাতে অন্তর জর্জরিত করে, কবি তাতে একটুও রাগ করবেন না। প্রতিদানে তিনি কাটার বদলে দেবেন ফুলের মালা। সকল শত্রুতা, হিংসা-দ্বেষ ও নিষ্ঠুরতাকে তিনি জয় করবেন মমতা, ভালােবাসা দিয়ে। যে যতই বিমুখ হােক, তার প্রাণে যতই আঘাত দিক না কেন, তিনি নির্দ্বিধায় তা সহ্য করবেন। যে ব্যক্তি আঘাতের প্রতিঘাত হানে না, তার মধ্যে রয়েছে অসীম ধৈর্য। যে শত্রুকে বুকে টেনে নেয়, সেই প্রকৃত মানুষ, মানবতার মুকুট।
মন্তব্য: সহনশীলতা, মমতা, ভালােবাসার মাধ্যমেই সমাজের প্রকৃত উন্নতি সম্ব। এটিই হওয়া উচিত আমাদের মূলমন্ত্র।
মূলভাব: অসাধারণ প্রীতি ও অকুণ্ঠ ভালােবাসা দিয়ে সব মানুষের হৃদয় জয় করতে পারাই সত্যিকার মনুষ্যত্ব।
সম্প্রসারিত ভাব: সহনশীলতা, মমতা ও ভালােবাসা মানুষকে মহৎ করে। মানুষের মাঝে মনুষ্যত্ববােধ জাগ্রত করে। সহানুভূতিশীল হয়ে মানুষের উপকার করার মধ্যেই সত্যিকারের মনুষ্যত্ব প্রকাশিত। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসা পরিহার করে চলাই বুদ্ধিমানের কাজ। কবির দুর্বলতার সুযােগে অনেকেই তাকে ব্যথা দিয়েছে। সে কবির প্রিয়জনকে কেড়ে নিয়ে কবির হৃদয়ে শূন্যতার সৃষ্টি করেছে। কিন্তু কবি কোনাে বিরূপ প্রতিক্রিয়া না করে তাকে আপন করে পাওয়ার জন্য ব্রতী হয়েছেন। যে যেভাবেই তার প্রতি শত্রুতা করতে প্রয়াসী হােক না কেন, প্রতিদানে তিনি দেবেন মমতা ও ভালােবাসা, ধারণ করবেন অসীম সহনশীলতা। কেউ যদি কবির ঘর ভেঙে দেয়, তাকে ঘর ছাড়া করে, প্রতিদানে তিনি তার ঘর বাঁধার কাজে ব্রতী হবেন। তাকে আপন করে পাওয়ার জন্য পথে পথে ঘুরবেন। কেউ যদি তার ক্ষতি করে, তার প্রতি নিষ্ঠুর আচরণ করে কিংবা কঠিন আঘাতে অন্তর জর্জরিত করে, কবি তাতে একটুও রাগ করবেন না। প্রতিদানে তিনি কাটার বদলে দেবেন ফুলের মালা। সকল শত্রুতা, হিংসা-দ্বেষ ও নিষ্ঠুরতাকে তিনি জয় করবেন মমতা, ভালােবাসা দিয়ে। যে যতই বিমুখ হােক, তার প্রাণে যতই আঘাত দিক না কেন, তিনি নির্দ্বিধায় তা সহ্য করবেন। যে ব্যক্তি আঘাতের প্রতিঘাত হানে না, তার মধ্যে রয়েছে অসীম ধৈর্য। যে শত্রুকে বুকে টেনে নেয়, সেই প্রকৃত মানুষ, মানবতার মুকুট।
মন্তব্য: সহনশীলতা, মমতা, ভালােবাসার মাধ্যমেই সমাজের প্রকৃত উন্নতি সম্ব। এটিই হওয়া উচিত আমাদের মূলমন্ত্র।