নগদ মোবাইল ব্যাংকিং একাউন্ট খোলার নিয়ম - nagad account opening
যাই হোক নগদ এর সুযোগ সুবিধা সম্পর্কে জানতে পারলাম এবার আসুন জেনে নেই কিভাবে আপনি খুব সহজেই একটি নগদ একাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে আপনাদের জেনে রাখা ভালো নগদ একাউন্ট খুলতে আপনাকে কোন প্রকার ন্যাশনাল আইডি কার্ড (national ID card -NID) এর প্রয়োজন হচ্ছে না।
[বিকাশ একাউন্ট খোলার নিয়ম কি জানুন]
আপনি যে নম্বর থেকে নগদ একাউন্ট খুলতে চান সেটি থেকে ডায়াল করুন *167# ডায়াল করলে আপনাকে একটি চার ডিজিটের পিন সেট করার জন্য বলবে। আপনি যে পিন নম্বরটি দিতে চান সেটি সেট করে সেন্ (SEND) অপশনে চাপ দিন। এরপরে আপনাকে আবার পুনরায় সেই পিনটি (PIN) দিতে বলবে যেটি আপনি প্রথমবার দিয়েছিলেন। আপনি সেই পেন্টি পুনরায় দিয়ে আবার সেন্ড বাটনে ক্লিক করুন।
এরপর আপনার সাথে নতুন আরো একটি অপশন আসবে যেখানে লেখা দেখবেন do you want profit bearing account? এবং এর নিচে Yes এবং No নামক দুইটি অপশন দেখবেন। আপনি যদি আপনার অ্যাকাউন্টে থাকা টাকার উপরে প্রফিট চান তাহলে Yes দিন এবং যদিন না চান তাহলে No দিন। এবং সেন্ট করলে 0 দিয়ে রিপ্লাই দিয়ে আপনি মেইন মেনুতে প্রবেশ করতে পারবেন। ব্যস্ত খুব সহজে আপনার নগদ একাউন্ট টি খোলা হয়ে গেল! এখন আপনি আপনার এই একাউন্টের নিশ্চিন্তে লেনদেন করতে পারবেন কোন ঝামেলা ছাড়াই!নগদ একাউন্টের অফার বা সুবিধা ২০২০ হচ্ছে নতুন অ্যাকাউন্ট খুললে আপনি প্রথমবার 20 টাকা মোবাইল রিচার্জ এ 20 টাকা ক্যাশব্যাক পাবেন।