ক্রিপ্টোকারেন্সি কয়েন এবং টোকেন কি, এদের মধ্যে পার্থক্য এবং ট্রেডিং এর ক্ষেত্রে কোনটি কম ঝুকিপূর্ণ
আমরা অনেকেই ক্রিপ্টোকারেন্সি নাম শুনেছি! ক্রিপ্টোকারেন্সি কি (What Is Cryptocurrency)? ক্রিপ্টোকারেন্সি হচ্ছে ভার্চুয়াল মুদ্রা (Cryptocurrency is a virtual currency)। যা ব্লকচেইন প্রযুক্তি তে লেনদেন হয়ে থাকে এবং যার কোনো বাস্তব রূপ নেই! তবে আমরা যারা এই ক্রিপ্টোকারেন্সি সাথে সংযুক্ত তারা কয়েন (Coin) এবং টোকেন(Token) এর সাথে পরিচিত।
তবে আমরা অনেকেই জানি না কয়েন এবং টোকেন আসলে কি (What are cryptocurrency coins and tokens) । এবং কি কারনে আমরা কোন ক্রিপ্টোকারেন্সি-কে কয়েন আবার কোন কোন ক্রিপ্টোকারেন্সি-কে টোকেন বলে থাকি। আসুন তাহলে সহজ ভাবে জেনে নেওয়া যাক কয়েন এবং টোকেন কি, বলার কারণ এবং কয়েন এবং টোকেন এর মধ্যে পার্থক্য কি। এবং কোন ক্রিপ্টোকারেন্সি কে কিভাবে বুঝবো এটা কয়েন নাকি টোকেন!আমরা যারা ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency) সম্পর্কে জানি তারা বিভিন্ন সময় শুনে থাকি বিটকয়েন (Bitcoin), ইথেরিয়াম (ethereum) লাইট কয়েন (lite coin) ডজ কয়েন (Doge Coin) টিআরএক্স (Trx), এক্সএলএম (Xlm), বিএনবি (BNB) ইত্যাদি আরো হাজারো ক্রিপ্টোকারেন্সির নাম। কিন্তু এখানে প্রশ্ন ওঠে কোনটিকে আমরা কয়েন বলব আবার কোনোটিকে টোকেন বলবো!
আমরা সকলেই জানি ক্রিপ্টোকারেন্সি লেনদেন হয়ে থাকে ব্লকচেইন টেকনোলজি ( blockchain Technology) -এর মাধ্যমে! ব্লকচেইন টেকনোলজিতে স্মার্ট কন্ট্রাক্ট (Smart Contrct) ব্যবহার করার মাধ্যমে ক্রিপ্টোকারেন্সির সকল কাজসমূহ এবং লেনদেন সম্পন্ন হয়ে থাকে।
☞ ব্লকচেইন প্রযুক্তি কি? এবং এটি কিভাবে কাজ করে!
যেসকল ক্রিপ্টোকারেন্সির নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট রয়েছে সেগুলোকে কয়েন (Coin) বলা হয়। অর্থাৎ কয়েন এর সম্পূর্ণ কাজ হয় নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট (smart contract) এর মাধ্যমে। তাহলে সহজ ভাবে বলা যায় যে সকল ক্রিপ্টোকারেন্সি নিজস্ব ব্লকচেইন ব্যবহারের মাধ্যমে লেনদেন এবং তার যাবতীয় কাজ সম্পন্ন করে এবং অন্য কোন ব্লকচেইন নেটওয়ার্ক বা স্মার্ট কন্ট্রাক্ট এর সাহায্য গ্রহণ করে না তাকে কয়েন বলা হয়।
কিভাবে ক্রিপ্টোকারেন্সি কয়েন তৈরি হয়? আমরা উপরের আলোচনা থেকে জানলাম যে সকল ক্রিপ্টোকারেন্সি নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লকচেইন নেটওয়ার্কের (blockchain network) মাধ্যমে তার যাবতীয় কাজ সম্পন্ন করে তাকে বলা হয় কয়েন। তাহলে এই কয়েন কিভাবে তৈরি করা হয় (How cryptocurrency coins are made)? কয়েন তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদের যেটি প্রয়োজন পড়বে তা হচ্ছে নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট (smart contract) যার মাধ্যমে কয়েন এর যাবতীয় লেনদেন এবং অন্যান্য সকল কাজ সম্পন্ন হবে। এর পরে কয়েন তৈরি মার্কেটে ছেড়ে দেওয়া। ব্যাবহারকারী খোজা সহ যাবতীয় কাজ সম্পন্ন করার মাধ্যমে একটি কয়েন বিস্তৃতি পায়।
একটি ব্লকচেইন স্মার্ট কন্ট্রাক তৈরি করা বেশ ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ ব্যাপার। এবং প্রচুর পরিমাণে দক্ষ ডেভলপারের প্রয়োজন পড়ে একটি কয়েন তৈরি করতে। এছাড়াও স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লকচেইন নেটওয়ার্ক তৈরি করতে যেমন প্রচুর পরিমাণে অর্থ ব্যয় এবং ডেভলপারের প্রয়োজন পড়ে তেমনি এটিকে সচল রাখতে দরকার পড়ে প্রচুর পরিমান মাইনার। যারা এই স্মার্ট কন্ট্রাক এর লেনদেন গুলোকে সম্পন্ন করবে।
এবং প্রতিটি কয়েন এর জন্য রয়েছে নিজস্ব ওয়ালেট থাকে যেখানে ওই ক্রিপ্টোকারেন্সি সংরক্ষণ এবং লেনদেন সহ যাবতীয় কাজ করা যাবে।
উপরের আলোচনা থেকে আমরা কয়েন সম্পর্কে ধারণা অর্জন করেছি। এবার আসুন ক্রিপ্টোকারেন্সি টোকেন (Crypto Token) সম্পর্কে জেনে নেই।
ক্রিপ্টোকারেন্সি টোকেন কি (what is cryptocurrency token) ? আমরা উপরের আলোচনা থেকে জেনেছি যে সকল ক্রিপ্টোকারেন্সি নিজস্ব ব্লকচেইন নেটওয়ার্ক বা স্মার্ট কন্ট্রাক রয়েছে তাকে কয়েন বলা হয়। আবার এই স্মার্ট কন্ট্রাক বা ব্লকচেইন নেটওয়ার্ক ব্যবহার করে আরো নতুন ক্রিপ্টোকারেন্সি তৈরি করা সম্ভব। যারা ওই কয়েনের নেটওয়ার্ক ব্যবহার করে লেনদেন সহ যাবতীয় কাজ সম্পন্ন করবে। এ কারণে তাদের নিজস্ব কোন স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লকচেইন নেটওয়ার্ক তৈরি করতে হবে না। এবং যে কেউ চাইলেই যত ইচ্ছা টোকেন তৈরি করতে পারে। একটি টোকেন তৈরি করা 5-10 মিনিটের ব্যাপার। যেখানে একটি কয়েন তৈরি করতে বছরের পর বছর সময় লেগে যায়।
তাহলে সহজ ভাবে টোকেন বলতে আমরা বুঝি, যেসকল ক্রিপ্টোকারেন্সি নিজস্ব স্মার্ট কন্ট্রাক্ট বা ব্লকচেইন নেটওয়ার্ক নেই। যারা অন্য কয়েনের স্মার্ট কন্ট্রাক বা ব্লকচেইন নেটওয়ার্ক এর উপর ভিত্তি করে যাবতীয় লেনদেনসহ অন্যান্য কাজ সম্পন্ন করে তাকে টোকেন বলা হয়। এবং লেনদেনের জন্য তাদের আলাদা কোন ওয়ালেট থাকে না। তারা মূল নেটওয়ার্কের ওয়ালেট এবং এড্রেস ব্যবহার করার মাধ্যমে লেনদেন সম্পন্ন করে থাকে তাকে টোকেন বলা হয়।
চলুন নিচে কয়েন এর এবং টোকেন এর মধ্যে যেসকল পার্থক্য আছে সেগুলো জেনে নেই-
Thanks