ইংরেজিতে ভালো করার উপায়- ইংরেজি শিক্ষা

 ইংরেজি শিক্ষা

ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা। আমাদের নানা কাজে ইংরেজি ভাষা ব্যবহার করতে হয়। বাহিরের কান্ট্রিতে চাকরি করার জন্য কিংবা হায়ার এডুকেশন এর জন্য বা ছেলেমেয়েকে ইংরেজি পড়ানোর জন্য  অথবা ইংরেজি  মুভি দেখে বোঝার জন্য যেকরনেই হোক না কেন আমাদের ইংরেজি শেখার প্রয়োজন পড়ে। ছোটবেলা থেকে আমাদের স্কুল ও কলেজে ইংরেজি ও ইংরেজি গ্ৰামার পড়ানো হলেও খুব মানুষই সেখান থেকে রিয়েল লাইফে ব্যবহার করার মতো ইংরেজি শিখতে পারে

ইংরেজি শিক্ষা

এর কারণটা হলো আমরা যখন কোন জিনিস শিখছি তার একটা কারণ থাকতে আর না হয় সেই জিনিসটা শেখা হলেও আমাদের রিয়েল লাইফে ব্যবহার করার মতো বিষয়গুলো শিখতে পারি না।তবে এখানে আপনি যদি ভালোভাবে ইংরেজি গ্ৰামার শিখতে পারেন তাহলেও ইংরেজিতে ভালো করতে পারবেন কারণ একটা জিনিসের দুটি পার্ট থাকে থিওরিটিকাল পার্ট ও প্রাকটিক্যাল পার্ট আপনি যদি থিওরিটিকাল পার্ট খুব ভালোভাবে বুঝতে পারেন পরবর্তীতে সেটা দিয়ে প্রাকটিক্যাল কাজকর্ম করতে পারবেন বা আপনি প্রাকটিক্যালি কাজ করতে করতেও কোন একটা জিনিস শিখে ফেলা সম্ভব।


তো ইংরেজি ভাষাও ঠিক সেরকম থিওরিটিকলি ও প্রাকটিক্যাল দুই ভাবেই শেখা সম্ভব। থিউরিটিক্যল ভাবে ইংরেজি শেখা মানে ইংরেজি গ্ৰামার ভালো করে পড়া ও সেগুলো থেকে বিভিন্ন বিষয়গুলো প্রাকটিস করে করে শেখা।তো আপনি চাইলে ইংরেজিতে ভালো করার জন্য ইংরেজি গ্ৰামার ভালো করে শিখতে পারেন এজন্য আপনি কোন একটা ইংরেজি গ্ৰামার সংগ্ৰহ করে সেখান থেকে ইংরেজি গ্ৰামারগুলো ভালো করে শিখে নিতে পারেন এবং সেগুলো প্রাকটিস করতে পারেন। এভাবে করে আপনি ইংরেজি থিওরিটিকালভাবে শিখতে পারেন।

এবার আসি আপনারা কিভাবে প্রাকটিক্যালি ইংরেজি শিখতে পারেন।মানে ইংরেজি গ্ৰামার না শিখে প্রাকটিস করে করে ইংরেজি শেখা।


আমরা যারা ইংরেজিতে একটু কাঁচা বা ইংরেজি দেখলেই আমাদের ভয় লাগে তার একটু চেষ্টা করলেই ভালো ইংরেজি শিখতে পারি।


  শেখা শুরু করি কিন্তু একটা ভাষা শিখতে হলে শুধু সেই ভাষার গ্ৰামার জানাটাই যথেষ্ট নয় সাথে সাথে সেই ভাষায় কথা বলার বা সেই ভাষার বিভিন্ন লেখা পড়ার চেষ্টা করতে হবে। আপনি একটা চিন্তা করুন আপনি যে এই বাংলা ভাষায় কথা বলছেন আপনি কি এই বাংলাভাষা শেখার আগে বাংলাভাষার গ্ৰামার লিখেছেন আবশ্যই না 

আপনি বাংলা ভাষা বলতে বলতে এবং চারোপাশের মানুষ বাংলাভাষা বলেছে সেটা খেয়াল করে বাংলাভাষা বলতে শিখেছেন।


ইংরেজির ব্যপারটাও ঠিক সেরকম আপনি শুধু ইংরেজি গ্ৰামার শিখে ইংরেজি শিখে ফেলবেন এরকমটা না আপনি চাইলে নিয়মিত ইংরেজি চর্চা করে আপনি ইংরেজি শিখতে পারবেন।


এজন্য আপনাকে প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে ইংরেজি মুভিগুলো দেখে বোঝার চেষ্টা করতে হবে নানান ইংরেজি লেখা পড়তে হবে।শুরুর দিকে হয়ত আপনার একটু কষ্ট হবে কিন্তু একটা সময় আপনি ইংরেজি বুঝতে পারবেন এবং বলতেও পারবেন। ইংরেজি আর্টিকেল বা মুভি দেখার সময় সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখুন এবং শব্দগুলো বুঝতে সমস্যা হচ্ছে সেগুলোর অর্থ নেটে সার্চ করে জেনে নিন এভাবে করলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ইংরেজি শিখে ফেলবেন।ইংরেজি চর্চা করার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে Hello English অ্যপ।


এই অ্যপটি আপনারা নেটে সার্চ করলেই পেয়ে যাবেন।এই অ্যপটির মাধ্যমে গেম খেলে খেলে খুব সহজেই আপনারা ইংরেজি শিখতে পারবেন। এই অ্যপটির মধ্যে ইংরেজি প্রকটিস করার জন্য বিভিন্ন লিসন রয়েছে ও সাথে ইংরেজী গ্ৰামারের রুলসগুলো দেওয়া আছে।

তো ভালো থাকবেন সবাই‌।আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।


ছোটবেলা থেকে আমাদের স্কুল ও কলেজে ইংরেজি ও ইংরেজি গ্ৰামার পড়ানো হলেও খুব মানুষই সেখান থেকে রিয়েল লাইফে ব্যবহার করার মতো ইংরেজি শিখতে পারে।

এর কারণটা হলো আমরা যখন কোন জিনিস শিখছি তার একটা কারণ থাকতে আর না হয় সেই জিনিসটা শেখা হলেও আমাদের রিয়েল লাইফে ব্যবহার করার মতো বিষয়গুলো শিখতে পারি না।তবে এখানে আপনি যদি ভালোভাবে ইংরেজি গ্ৰামার শিখতে পারেন তাহলেও ইংরেজিতে ভালো করতে পারবেন কারণ একটা জিনিসের দুটি পার্ট থাকে থিওরিটিকাল পার্ট ও প্রাকটিক্যাল পার্ট আপনি যদি থিওরিটিকাল পার্ট খুব ভালোভাবে বুঝতে পারেন পরবর্তীতে সেটা দিয়ে প্রাকটিক্যাল কাজকর্ম করতে পারবেন বা আপনি প্রাকটিক্যালি কাজ করতে করতেও কোন একটা জিনিস শিখে ফেলা সম্ভব।

তো ইংরেজি ভাষাও ঠিক সেরকম থিওরিটিকলি ও প্রাকটিক্যাল দুই ভাবেই শেখা সম্ভব।
থিউরিটিক্যল ভাবে ইংরেজি শেখা মানে ইংরেজি গ্ৰামার ভালো করে পড়া ও সেগুলো থেকে বিভিন্ন বিষয়গুলো প্রাকটিস করে করে শেখা।তো আপনি চাইলে ইংরেজিতে ভালো করার জন্য
 ইংরেজি গ্ৰামার ভালো করে শিখতে পারেন এজন্য আপনি কোন একটা ইংরেজি গ্ৰামার সংগ্ৰহ করে সেখান থেকে ইংরেজি গ্ৰামারগুলো ভালো করে শিখে নিতে পারেন এবং সেগুলো প্রাকটিস করতে পারেন। এভাবে করে আপনি ইংরেজি থিওরিটিকালভাবে শিখতে পারেন।
এবার আসি আপনারা কিভাবে প্রাকটিক্যালি ইংরেজি শিখতে পারেন।মানে ইংরেজি গ্ৰামার না শিখে প্রাকটিস করে করে ইংরেজি শেখা।
আমরা যারা ইংরেজিতে একটু কাঁচা বা ইংরেজি দেখলেই আমাদের ভয় লাগে তার একটু চেষ্টা করলেই ভালো ইংরেজি শিখতে পারি।
  শেখা শুরু করি কিন্তু একটা ভাষা শিখতে হলে শুধু সেই ভাষার গ্ৰামার জানাটাই যথেষ্ট নয় সাথে সাথে সেই ভাষায় কথা বলার বা সেই ভাষার বিভিন্ন লেখা পড়ার চেষ্টা করতে হবে। আপনি একটা চিন্তা করুন আপনি যে এই বাংলা ভাষায় কথা বলছেন আপনি কি এই বাংলাভাষা শেখার আগে বাংলাভাষার গ্ৰামার লিখেছেন আবশ্যই না 
আপনি বাংলা ভাষা বলতে বলতে এবং চারোপাশের মানুষ বাংলাভাষা বলেছে সেটা খেয়াল করে বাংলাভাষা বলতে শিখেছেন।
ইংরেজির ব্যপারটাও ঠিক সেরকম আপনি শুধু ইংরেজি গ্ৰামার শিখে ইংরেজি শিখে ফেলবেন এরকমটা না আপনি চাইলে নিয়মিত ইংরেজি চর্চা করে আপনি ইংরেজি শিখতে পারবেন। 
এজন্য আপনাকে প্রতিনিয়ত ইংরেজিতে কথা বলার চেষ্টা করতে হবে ইংরেজি মুভিগুলো দেখে বোঝার চেষ্টা করতে হবে নানান ইংরেজি লেখা পড়তে হবে।শুরুর দিকে হয়ত আপনার একটু কষ্ট হবে কিন্তু একটা সময় আপনি ইংরেজি বুঝতে পারবেন এবং বলতেও পারবেন। ইংরেজি আর্টিকেল বা মুভি দেখার সময় সেগুলো খুব মনোযোগ দিয়ে দেখুন এবং শব্দগুলো বুঝতে সমস্যা হচ্ছে সেগুলোর অর্থ নেটে সার্চ করে জেনে নিন এভাবে করলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি ইংরেজি শিখে ফেলবেন।
ইংরেজি চর্চা করার জন্য আরেকটি মাধ্যম হচ্ছে Hello English অ্যপ।এই অ্যপটি আপনারা নেটে 
সার্চ করলেই পেয়ে যাবেন।এই অ্যপটির মাধ্যমে গেম খেলে খেলে খুব সহজেই আপনারা ইংরেজি শিখতে পারবেন। এই অ্যপটির মধ্যে ইংরেজি প্রকটিস করার জন্য বিভিন্ন লিসন রয়েছে ও সাথে ইংরেজী গ্ৰামারের রুলসগুলো দেওয়া আছে।
তো ভালো থাকবেন সবাই‌।আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url