সেরা ৫টি শিক্ষামূলক বাংলা ব্লগ
সেরা ৫টি শিক্ষামূলক বাংলা ব্লগ
আমাদের কোন ইনফরমেশন জানতে হলে আমরা কি করি গুগল সার্চ করে দেখে নি। অনেক আগে গুগলে সার্চ করলে বেশিরভাগ রেজাল্ট আসতো ইংরেজিতে কিন্তু এখন চাইলে অনেক বিষয় আমরা বাংলাতেই দেখতে পারি।তো আজকে আমার এই আর্টিকেলে বাংলার সেরা আটটি ব্লগ সম্পর্কে বলবো।
টেকটিউনস
বাংলার প্রযুক্তি বিষয়ক ও শিক্ষামূলক ব্লগ টেক টিনস।এটি একটি পুরাতন টেক ব্লগ। এখানে প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক নানা Article পাবলিস করা হয়।
বাংলাদেশে যতগুলো জনপ্রিয় টেক ব্লগ আছে তার মধ্যে আন্যতম হচ্ছে এই টেকটিউনস।
টেকটিউনসে চাইলে যে কেউ একটি একাউন্ট তৈরি করে আর্টিকেল সেয়ার করতে পারে এছাড়া এখানে সোশ্যাল মিডিয়ার মতো বিভিন্ন রকম সুযোগ সুবিধা আছে যেগুলো কে রেজিস্ট্রেশন করা ইউজারা ব্যবহার করতে পারে।
ট্রিক বিডি
বাংলার আন্যতম সফল ব্লগ গুলোর মধ্যে অন্যতম একটা হলো ট্রিক বিডি।
ট্রিক বিডি একটি টেক ব্লগ সাইট এখানে আনলাইন আয়, ব্লগিং, ইউটিউবং,ও আরো টেক বিষয়ক বিভিন্ন টিপস ও ট্রিকস সেয়ার করা হয় এই সাইটে। এখানে পাবলিস হওয়া বেশিরভাগ আর্টিকেল ফ্রিল্যান্সিং রিলেটেড।
সামহোয়্যারইনব্লগ
এটাকে ঠিক বর্তমান সময়ের জনপ্রিয় ব্লগ বলা যাবে না কিন্তু একসময় এই ব্লগটি অনেক জনপ্রিয় ছিলো।এটা একটা সোশ্যাল সাইটের মতো কাজ করে এখানে প্রচুর পরিমাণে লেখক আছে আর ভিজিটরও প্রচুর পরিমাণে ছিলো।
চাইলে যে কেউ এখানে একটা একাউন্ট খুলে unlimited টপিক এর উপর আনলিমিটেড লেখালেখি করতে পারে। কিন্তু কোন একটা কারনে এখন বাংলাদেশে থেকে সামহোয়্যার ইন ব্লগ এ ভিজিট করা যায় না তবে VPN কানেক্ট করে বাংলাদেশ থেকে ভিজিট করা যায়।
ব্লগার বাংলাদেশ
ব্লগার বাংলাদেশ বাংলার আন্যতম একটি জনপ্রিয় ব্লগ।যদি ব্লগার বাংলাদেশ ওয়েবসাইট এর বয়স খুব একটা বেশিদিন হয় নি তবুও এটি খুব জনপ্রিয়তা পেয়েছে।
ব্লগার বাংলাদেশ একটি টেক ব্লগ এবং এখানে আনলাইনে আয় নানা টেক নিউজ ও টেক রিলেটে বিভিন্ন আর্টিকেল পবলিস করা হয়।
যাদের ধারনা ব্লগার দিয়ে ব্লগিং করে কিছু করা সম্ভব না তাদের জন্য এটি একটা উদাহরণ।
ব্লগার বাংলাদেশ এর মাসিক ইনকাম ভিজিটর আছে ৩৪,৫৫৪+ এবং আলেক্সা Rank (বাংলাদেশ/বিশ্ব / ১৭৫৯ / ২২০৫০৮)
বাংলা টেক ডট ইনফো
বাংলা টেক ডট ইনফো একটি টেক ও শিক্ষামূলক ব্লগ। ব্লগিং করেন বা গুগল থেকে টেক রিলেটেড আর্টিকেল পড়েছেন তারা এই ব্লগটি আবশ্যই চিনেন।যদি এই ব্লগটি বাংলাদেশর এটি ভারতের পশ্চিমবঙ্গের রাহুল নামে একজন লোকের কিন্তু এটার বাংলা ও ওপার বাংলার মানুষের কাছে এটি একটি জনপ্রিয় ব্লগ।
এটি একটি পার্সোনাল টেক ব্লগ হলেও এর এর মাসিক ইউনিক ভিজিটর এর সংখ্যা ২৩,১৬৬+
গল্প কবিতা ডট কম
যারা বাংলায় গল্প ও কবিতা পড়েন ও পরতে ভালোবাসেন তাদের জন্য এটি খুব প্রিয় একটি ব্লগ।এখানে বাংলার অনেক সাহিত্য প্রেমী মানুষ এসে সাহিত্য চর্চা করে।এই ওয়েবসাইটিতে চাইলে যে কেউ একটি একাউন্ট তৈরি করে গল্প ও কবিতা লিখতে পারেন। প্রতিমাসে প্রায় ২১,৩১৪ হাজার লোক গল্প ও কবিতা পড়ার জন্য ভিজিট করে।
মায়া ব্লগ
বাংলাদেশর সাস্থসেবা মূলক অ্যপ মায়া আর এর ব্লগ হলো মায়া ব্লগ।
এখানে মূলত সাস্ব বিষয়ক বিভিন্ন আর্টিকেল পবলিস করা হয়।
তাই যদি কেউ শারীরিক ও স্বাস্থ্য বিষয়ক আর্টিকেল পড়তে চান তাদের জন্য একটা ব্লগ হচ্ছে মায়া ব্লগ।
টেন মিনিট স্কুল
টেন স্কুল একটি অনলাইন স্কুল হলেও টেন মিনিট স্কুল ব্লগ নামে তাদের একটা ব্লগ রয়েছে।
এই ব্লগে পড়াশোনা, সেলফ ডেভলপমেন্ট ও আরো নানা ধরনের আর্টিকেল পবলিস করে থাকে।
জনপ্রিয়তার দিক দিয়ে এটি আন্যতম একটা বাংলা ব্লগ।
প্রতিদিন হাজার হাজার স্টুডেন্ট সাজেশন ও পড়াশোনা বিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই ব্লগটি ভিজিট করে থাকে।
আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য।