লাভজনক কয়েকটা নতুন ব্যবসার আইডিয়া (profitable business ideas)

আমাদের ভেতরে অনেকেই রয়েছেন যারা নতুন ব্যবসার আইডিয়া খুঁজে থাকেন,

আর এর একমাত্র কারণ হলো যে ,

পুরাতন যে সকল ব্যবসা আগে দেখে মার্কেটে রয়েছে


লাভজনক কয়েকটা নতুন ব্যবসার আইডিয়া

সে সকল ব্যবসা দেখা যায় যে প্রচুর পরিমাণে কম্পেটিশন প্রতিযোগিতা বেশি পরিমাণে থাকে। 

আর যার কারণে সেই সকল ব্যবসা শুরু করলে সফল হওয়া যায় কিন্তু সময় অনেক বেশি লাগে কিন্তু আপনারা যদি পুরাতন ব্যবসা গুলো শুরু না করে নতুন ব্যবসা শুরু করেন তাহলে কিন্তু এই ব্যবসা করে আপনারা খুব দূরত্ব আপনাদের ব্যবসার মাধ্যমে সফলতা অর্জন করতে পারবেন অর্থাৎ নতুন ব্যবসা শুরু করলে আপনারা খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখতে পারবেন।  

উদাহরণ হিসেবে বলা যায় আমাদের দেশে ফুডপান্ডা 2012 সালে শুরু হয়েছিলঅর্থাৎ তারা তাদের কার্যক্রম গুলো 2012 সাল থেকে শুরু করেছিল  আর বর্তমানে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে খাবার অর্ডার নিয়ে সেটাকে গ্রাহকদের বাসায় পৌঁছে দিয়ে থাকে

আর বর্তমানে তাদের ব্যবসা কিন্তু খুবই জনপ্রিয় একটি ব্যবসা হয়ে উঠেছে বর্তমানে তারা কিন্তু একটা শক্ত  অবস্থানে রয়েছে   

সুতরাং আপনাকে এমন একটি ব্যবসা নির্ধারণ করতে হবে যে ব্যবসাটি করে আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন এবং যে ব্যবসায় কম্পেটিশন এবং প্রতিযোগিতা  এবং কম্পিটিশন কম সেই  ব্যবসাটি আপনাদের জন্য শুরু করা সবথেকে ভালো হবে।  

. গুড়া মশলা তৈরি করার ব্যবসা  

বাংলাদেশ এবং ভারতের যে পরিমাণ এর মসলার ব্যবসা হয় তাকে তা কিন্তু অন্য কোন দেশে হয় না বলা যায় তাই আপনারা চাইলে কিন্তু মসলার ব্যবসা শুরু করতে পারেন এই ব্যবসা করে আপনারা প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন   

গুড়া মশলা তৈরি করা কিন্তু  বর্তমানে নতুন একটি ব্যবসার আইডিয়া ভেতরে ভরে   আর এই ক্ষেত্রে আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভালো মানের  মশলা সংগ্রহ করে  তারপরে সে গুলোকে গুঁড়ো করে  বিভিন্ন দোকান সহ আপনারা অনলাইনের মাধ্যমে এগুলোকে বিক্রি করতে পারবেন   অবশ্য এক্ষেত্রে আপনাদের  জন্য দৃষ্টান্ত হতে পারে কিন্তু  হুমায়রা কোম্পানি এর যে  মশলা রয়েছে সেগুলো   তারা কিন্তু যে কাজটা করে সেটা হলো তারা নিজেরা  খাটি মশলা সংগ্রহ  করে তারপরে তারা  বাংলাদেশের বিখ্যাত বাবুর্চিদের  কাছ থেকে রেসিপি সংগ্রহ করে মশলা  বানিয়ে নিয়ে থাকে   

বর্তমান সময়ে এখন কিন্তু বাজারে  ধরণের  মসলা তারা বিক্রি করে থাকে 

যেমন মনে করেন যে : 


·                  বিরয়ানীর রান্না করার মসলা

·                  গরুর গোশতের মসলা

·                  মুরগীর গোশতের মসলা 


আপনারা যদি তাদের  humayra.com.bd ওয়েবসাইটে  যান তাহলে কিন্তু আপনারা এই বিষয় সর্ম্পকে বিস্তারিত সকল তথ্য জানতে পারবেন। আকর্ষণীয় প্যাকেজিং  এবং এর সাথে গুণগতমানের কারণে কিন্তুবর্তমান সময়ে তারা এই ব্যবসা করে বেশ ভালো পরিমাণে সফল হয়েছেন  

Read More - ইনস্টাগ্রামে ফলোয়ার কিভাবে বাড়াবেন (ফলোয়ার বাড়ানোর টিপস)

আর আপনারা ইচ্ছে করলে কিন্তু এই ব্যবসাটি শুরু করে দিতে পারেন।  আর এই ব্যবসাটা যদি আপনারা শুরু করতে চান তাহলে সে ক্ষেত্রে আপনাদেরকয়েক লাখ টাকার মত মূলধন লাগতে পারে   

 

. অনলাইনে খাবারের ব্যবসা দিতে পারেন  

অনলাইনের মাধ্যমে আপনারা হোমমেড  খাবারের ব্যবসা শুরু করতে পারেন ঘরোয়া খাবারের  পাশাপাশি আপনারা চাইলে  পিঠা, ফ্রোজেন ফুড সহ  অন্যান্য যেসকল খাবারগুলো রয়েছে সে সমস্ত খাবার গুলো বিক্রি করতে পারেন। আর এই ব্যবসা করো কিন্তু আপনারা ভালো পরিমাণে  একটা মুনাফা অর্জন করতে পারবেন বলে আশা করা যায়  

Read More - ব্লগিং করতে চাইলে প্রথমাবস্থায় ব্লগার দিয়ে শুরু করলে কি কি সুবিধা পাবেন ?

বর্তমান সমাজে এখনো অনেক মানুষেরাই এই ব্যবসা করতেছি তবে হাতেগোনা কয়েকজন এই ব্যবসা করে আপনারা চাইলে ব্যবসা শুরু করতে পারেন ব্যবসায় কম্পেটিশন  অনেক কম রয়েছে   তাই আপনারা ব্যবসা শুরু করলে অবশ্যই সফল হবেন বলে আশা করা যায়   

. কফি হাউজ দিতে পারেন  

কফি হাউজের ব্যবসায় করেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করা সম্ভব   বিভিন্ন ধরনের কফি বানানোর সাথে সাথে যদি আপনারা, চা, শরবত    ঠাণ্ডা পানীয় বিক্রি  করতে পারেন   তাহলে কিন্তু এই ব্যবসা করে প্রচুর পরিমাণে  অর্থ উপার্জন করতে পারবেন    

 

আমাদের শেষ কথা  

তাহলে আজকে রাতে গেলে আমরা লাভজনক কয়েকটা নতুন ব্যবসার আইডিয়া সম্পর্কে জানতে পারলাম। আর আপনাদের নতুন কোন ব্যবসার আইডিয়া সম্পর্কে যদি জানার আগ্রহ থাকে তাহলে আমাদেরকে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমরা  সে বিষয় সম্পর্কে আপনাদের সাথে অন্য এক আর্টিকেলে বিস্তারিত তথ্য শেয়ার করার চেষ্টা করবো    

Read More - ডোমেইন হোস্টিং কি,কেন কীভাবে ব্যবহার করবেন?

আমাদের আরও একটি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা লেখাপড়ার বিষয়ে বিভিন্ন তথ্য এবং  ব্যবসার আইডিয়া সম্পর্কে তথ্য , টেকনোলজি সম্পর্কে বিভিন্ন তথ্য আমাদের সেই ওয়েবসাইটে আপনারা জানতে পারবেন চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটটি একবার ঘুরে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে। 

আমাদের ওয়েবসাইট লিংক হলো - Priyo Education 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url