ভাবসম্প্রসারণ: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
ভাবসম্প্রসারণ: উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে, তিনিই মধ্যম যিনি চলেন তফাতে।
ভাবসম্প্রসারণ : উত্তম আর অধমের জীবনপথে কোনো সংকট নেই। কিন্তু যে মধ্যম তার সমস্যার জটিলতা আছে, তার সংকট অনেক বেশি। নিজের মর্যাদা রক্ষার জন্য তাকে সচেতনভাবে পদক্ষেপ নিতে হয়। তাই সে সকলের সাথে মিশতে পারে না। তার অবস্থান স্বতন্ত্র।
এ জগতে উত্তম, মধ্যম এবং অধম-এ তিন ধরনের মানুষ রয়েছে। উত্তমের স্থান মর্যাদাপূর্ণ। সবার আগে তার স্থান। সেখান থেকে তার হারাবার কিছু নেই বলে সে অধমের সাথে মিশতে পারে। অধমের পক্ষে উত্তমের কাছ থেকে কিছু নিয়ে নেওয়ার সুযোগ নেই। কারণ উত্তম অধমের কাছ থেকে মর্যাদায় অনেক দূরে থাকে। কিন্তু সমস্যা মধ্যমের। মধ্যম আর অধম খুব কাছাকাছি। তাদের মধ্যে পার্থক্য খুব বেশি নেই। তাই মধ্যম যদি অধমের সাথে মিলে যায় তাহলে সে স্থানচ্যুত হয়ে অধমের সাথে এক হয়ে যেতে পারে। এতে মধ্যমের মর্যাদা শেষ হবে এবং সে অধমের পর্যায়ে বিবেচিত হবে।
এ কারণে মধ্যম নিজেকে রক্ষা করতে চায় এবং সে উদ্দেশে সে অধমের কাছ থেকে দূরে অবস্থান গ্রহণ করে। আসলে মানবজীবনে মধ্যম শ্রেণীর যোগ্যতাসম্পন্নদের সমস্যা মর্যাদা হারানোর। ওপরে ওঠা তাদের পক্ষে কঠিন। নিচের টানে নেমে যাওয়ার আশঙ্কাই বরং বেশি। তাই, উত্তম ও অধমের নিকট থেকে মধ্যম একটা ব্যবধান রচনা করে আত্মরক্ষার্থে সদা সচেতন থাকে।